আজম রেহমান,সারাদিন ডেস্ক:: ঠাকুরগাঁওয়ে তীব্র শীত মোকাবেলায় সমাজের দরিদ্র, প্রবীণ ও দুঃস্থদের পাশাপাশি বিশেষ শিশুদের পাশে দাঁড়ালেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি। বুধবার সদর উপজেলার আরাজী ঝাড়গাঁও মোলানী একতা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের মাঠে বিশেষ শিশুদের মাঝে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবি’র সহযোগীতায় শীত বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৫০ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল তুহিন মোহা. মাসুদ,
ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট জাকির মোস্তাফিজ মিলু ও প্রতিষ্ঠানের পরিচালক আমিরুল ইসলাম।
লে: কর্নেল তুহিন মোহা. মাসুদ জানান, আমাদের উদ্দেশ্য এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সুস্থ্য রাখা ও তাদেরকে কারিগরি ক্ষেত্রে আত্মনির্ভরশীল মর্যাদাপূর্ণ জীবনে ধাপিত করা।ইতিপূর্বে ৪১৫ জন শিক্ষার্থী সম্বলিত এই প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে ৩০ বিজিবির সাবেক কমান্ডিং অফিসার লে; কর্নেল মোহাম্মদ হোসেন নিজ খরচে একটি আধুনিক মসজিদ ও ৫০ জন প্রতিবন্ধীর আবাসিক স্থাপনা তৈরি করে দিয়েছেন।