জাকির হোসেন,প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইটভাটার কারণে ব্যাপক আবাদী জমির ফসল নষ্ট হতে বসেছে। সে এলাকার কৃষক জনতা জমির ফসল রক্ষার্থে ইটভাটার মালিক আহম্মদ হোসেন বিপ্লবের ভাটার ইটবাহী ট্রাক্টর আটক করেছে। ১৪মে মঙ্গলবার দুপুরে মধুয়াবাড়ীর উত্তর পাশে পূর্বকালুগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য খালেদুর রহমান জানান, ইটভাটার আশেপাশে প্রায় ৪ একর ধান নষ্ট হয়ে গেছে। এ কারণে এলাকার কৃষক জনতা এ ঘটনা ঘটিয়েছে।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ কৃষক জনতার উত্তেজনাকে নিয়ন্ত্রনে এনে বিষয়টি স্থানীয় ভাবে নিরসনের প্রক্রিয়াধীন রয়েছে।