ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি ঠাকুরগাওয়ে ৩ দফা দাবীতে চাকুরীচ্যুৎ ও জেলবন্দি বিডিআর পরিবারের মানববন্ধন ৪৩তম বিসিএস: সহকারী কমিশনার হলেন ২৬৭ কর্মকর্তা টিসিবির ট্রাক সেল ফের চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে: সড়ক উপদেষ্টা ‘শুল্ক ও করহার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী’ ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা রুখতে ঐক্য জরুরি: ফখরুল খালেদার চিকিৎসায় সুবিধা দেওয়ায় কাতার ও যুক্তরাজ্যকে ধন্যবাদ দিল বিএনপি চলচ্চিত্র তারকা প্রবীর মিত্রের শেষ বিদায়, ইসলামী রীতিতে দাফন

সিয়ামের প্রেম ও বিয়ের

সারদিন ডেস্ক:: অভিনয়শিল্পী সিয়াম আহমেদ বাংলাদেশের ছোট র্পদায় পরিচিত মুখ। বড় পর্দায়ও নাম লিখিয়েছছেন। তাঁর প্রথম ছবি ‘পোড়ামন ২’ এখন মুক্তির অপেক্ষায়। এই ছবি মুক্তির আগেই সম্প্রতি নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম। গতকাল নিয়মিত আয়োজন ফেসবুকে লাইভ ‘আলাপন’-এ আমন্ত্রণ জানানো হয় তরুণ প্রজন্মের এই আলোচিত তারকাকে। সেখানে তিনি অনেক কথার পাশাপাশি নিজের প্রেম আর বিয়ে নিয়েও খোলামেলা কথা বলেছেন।

জনপ্রিয়তা হারানোর ভয়ে নায়ক-নায়িকারা সাধারণত তাঁদের প্রেমের কথা র্দশকদের কাছে চেপে যান। অনেকে বিয়ের খবর বছরের পর বছর দিব্যি লুকিয়ে রাখেন। সেখানে সিয়াম আহমেদ কিনা প্রথম চলচিত্র মুক্তির আগেই নিজের প্রেমের কথা জানালেন! এবার ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। স্বাভাবিকভাবেই সবার মনে কৌতূহল জাগে, কে সেই নারী? সিয়াম কোনো ভান-ভনিতা না করেই জবাব দেন। আট বছর ধরে এই মেয়েকে চেনেন সিয়াম। আর তাঁদের প্রেমের সর্ম্পক ছয় বছর। ইদানীং তাঁর প্রেমিকার ছবি সবার চোখে বেশি পড়লেও সিয়াম কিন্তু কখনোই প্রেমের বিষয়টি লুকাননি। জানালনে, প্রেমিকার সঙ্গে তোলা ছবি তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তবে এখনই প্রেমিকার নাম কিংবা বিস্তারিত বলতে চান না। সময় হলেই সবাইকে জানাবেন।

কিন্তু সুর্দশন সিয়ামের যে এত এত মেয়ে ভক্ত, তাঁদের এখন কী হবে?মেয়ে ভক্তদের মন ভেঙে জনপ্রিয়তার হারানোর ভয় পান সিয়াম? সিয়াম বলেন, ‘আমি মনে করি, র্দশক যদি আমাকে সত্যিকারে অর্থই পছন্দ করেন, তাহলে আমার রিলেশশিপে স্ট্যাটাস কখনোই আমার জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারবে না। আর যদি এমন হয়, তাহলে বুঝতে হবে, অভিনেতা হওয়ার যোগ্যতাই আমার ছিল না।’

সিয়াম আহমেদ আর র্পদায় যখন সিয়াম অন্য মেয়েদের সঙ্গে প্রেম করেন, তখন বাস্তবের প্রেমিকা এ বিষয়টি কীভাবে নেন? সিয়াম বলেন, ‘ও আমার বড় সমালোচক। অনেক সময় আমাকে ও বলছে, ওই দৃশ্যে তোমার নায়িকার একটু কাছে গিয়ে শট দিলে দৃশ্যটা আরও ভালো হতো।’

তাঁদের দুজনের সর্ম্পকের বিষয়টি পরিবারের সদস্যরাও জারেন। সব যখন ঠিক, তাহলে সিয়াম বিয়ে করছেন কবে?বিয়েটা এই নায়ক মা-বাবার ওপরই ছেড়ে দিয়েছেন। তিনি মনে করেন, তাঁর জীবনের সব ভালোমন্দ বিষয় মতামত দেওয়ার অধিকার তাঁর মা-বাবারই আছে। তাঁরা যখন ঠিক মনে করবেন, তখনই পছন্দের মানুষের সঙ্গে বিয়ের পিড়িঁতে বসবেন সিয়াম।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি

সিয়ামের প্রেম ও বিয়ের

আপডেট টাইম ০৩:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮

সারদিন ডেস্ক:: অভিনয়শিল্পী সিয়াম আহমেদ বাংলাদেশের ছোট র্পদায় পরিচিত মুখ। বড় পর্দায়ও নাম লিখিয়েছছেন। তাঁর প্রথম ছবি ‘পোড়ামন ২’ এখন মুক্তির অপেক্ষায়। এই ছবি মুক্তির আগেই সম্প্রতি নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম। গতকাল নিয়মিত আয়োজন ফেসবুকে লাইভ ‘আলাপন’-এ আমন্ত্রণ জানানো হয় তরুণ প্রজন্মের এই আলোচিত তারকাকে। সেখানে তিনি অনেক কথার পাশাপাশি নিজের প্রেম আর বিয়ে নিয়েও খোলামেলা কথা বলেছেন।

জনপ্রিয়তা হারানোর ভয়ে নায়ক-নায়িকারা সাধারণত তাঁদের প্রেমের কথা র্দশকদের কাছে চেপে যান। অনেকে বিয়ের খবর বছরের পর বছর দিব্যি লুকিয়ে রাখেন। সেখানে সিয়াম আহমেদ কিনা প্রথম চলচিত্র মুক্তির আগেই নিজের প্রেমের কথা জানালেন! এবার ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। স্বাভাবিকভাবেই সবার মনে কৌতূহল জাগে, কে সেই নারী? সিয়াম কোনো ভান-ভনিতা না করেই জবাব দেন। আট বছর ধরে এই মেয়েকে চেনেন সিয়াম। আর তাঁদের প্রেমের সর্ম্পক ছয় বছর। ইদানীং তাঁর প্রেমিকার ছবি সবার চোখে বেশি পড়লেও সিয়াম কিন্তু কখনোই প্রেমের বিষয়টি লুকাননি। জানালনে, প্রেমিকার সঙ্গে তোলা ছবি তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তবে এখনই প্রেমিকার নাম কিংবা বিস্তারিত বলতে চান না। সময় হলেই সবাইকে জানাবেন।

কিন্তু সুর্দশন সিয়ামের যে এত এত মেয়ে ভক্ত, তাঁদের এখন কী হবে?মেয়ে ভক্তদের মন ভেঙে জনপ্রিয়তার হারানোর ভয় পান সিয়াম? সিয়াম বলেন, ‘আমি মনে করি, র্দশক যদি আমাকে সত্যিকারে অর্থই পছন্দ করেন, তাহলে আমার রিলেশশিপে স্ট্যাটাস কখনোই আমার জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারবে না। আর যদি এমন হয়, তাহলে বুঝতে হবে, অভিনেতা হওয়ার যোগ্যতাই আমার ছিল না।’

সিয়াম আহমেদ আর র্পদায় যখন সিয়াম অন্য মেয়েদের সঙ্গে প্রেম করেন, তখন বাস্তবের প্রেমিকা এ বিষয়টি কীভাবে নেন? সিয়াম বলেন, ‘ও আমার বড় সমালোচক। অনেক সময় আমাকে ও বলছে, ওই দৃশ্যে তোমার নায়িকার একটু কাছে গিয়ে শট দিলে দৃশ্যটা আরও ভালো হতো।’

তাঁদের দুজনের সর্ম্পকের বিষয়টি পরিবারের সদস্যরাও জারেন। সব যখন ঠিক, তাহলে সিয়াম বিয়ে করছেন কবে?বিয়েটা এই নায়ক মা-বাবার ওপরই ছেড়ে দিয়েছেন। তিনি মনে করেন, তাঁর জীবনের সব ভালোমন্দ বিষয় মতামত দেওয়ার অধিকার তাঁর মা-বাবারই আছে। তাঁরা যখন ঠিক মনে করবেন, তখনই পছন্দের মানুষের সঙ্গে বিয়ের পিড়িঁতে বসবেন সিয়াম।