গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি বাজার থেকে ভিজিডি ও ভিজিএফ কার্ডের প্রায় ২৪০০ কেজি সরকারী চাল পাচারকালে আজিজুল সিকদার নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১ টার পর এ তথ্য নিশ্চিত করেছে সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, রাত ৯টার পর গোপালগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, মাঝিগাতি বাজার এলাকা থেকে ভিজিডি ও ভিজিএফ কার্ডের বিপুল পরিমাণ চাল অন্য কোথাও পাচার হবে। এ সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মো. মিরান হোসেন মিয়া ও সদর থানা পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে মাঝিগাতি বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৪৫টি বস্তা ও ১২০ কেজি খোলা চাল জব্দ করেন।
এ সময় গ্রেপ্তার করেন দোকান মালিক আজিজুল সিকদারকে। আটক আজিজুল সিকদার চাল পাচারের কথা স্বীকার করে বলেন এ চাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে ইউপি সদস্য মো. খোকন, ইউপি সদস্য আবদুল হান্নান ও ইউপি সদস্য মো. দিলু ছাড়াও ওই এলাকার মন্টু খাঁ, টুটুল মোল্লা ও জাবের কাজী জড়িত রয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আজ সোমবার ভোরে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।