আজম রেহমান,সারাদিন ডেস্ক::পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্টায় এমপি হবার আগেও আমার ও আমার পরিবারের আন্তরিক সহযোগীতা ছিল,এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেছেন, ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। তিনি ডায়াবেটিক সমিতি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে আরো বলেন এই প্রতিষ্ঠানটি একটি জনকল্যানকর প্রতিষ্টান। এ প্রতিষ্ঠানের সহায়তা আমি আলহাজ্ব মোবারক আলি ট্রাষ্টের একজন ট্রাষ্টি হিসেবেও করেছি এখন এমপি হিসেবেও আমার সাধ্যে যতটা সম্ভব হয় আমি করে যাব মর্মে অঙ্গিকার পূন:ব্যাক্ত করেন।
২৭ জুলাই দুপুরে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পক্ষ থেকে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইকরামুল হকের সভাপতিত্বে এই সম্বর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ মো.ফয়জুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদ, দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি ও দিনাজপুর জেলা ডায়াবেটিক সমিতির সহ.সভাপতি এ্যাডভোকেট আব্দুল লতিফ, সমিতির সাধারন সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ছুটু, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.আখতারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, রানীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিউল আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এডাব্লিউএম রায়হান শাহ, পীরগঞ্জ পৌরসভার মেয়র মো.কশিরুল আলম, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক মো.গোলাম রব্বানী, সাবেক চিফ সায়েন্টিফিক অফিসার মো.মমতাজুল হক, ডায়াবেটিস হাসপাতালের কোষাধ্যক্ষ মো. সলেমান আলী ও সভার সভাপতি মো.ইকমরামুল হক প্রমুখ। পরে আমন্ত্রিত সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যদের সম্মান সূচক ক্রেষ্ট প্রদান করা হয়।
সংবাদ শিরোনাম
ডায়াবেটিস হাসপাতালে আমার সহযোগীতা আগেও ছিল এখনো আছে এবং থাকবে-এমপি জাহিদ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১২:৪৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
- ১১৩ বার
Tag :