চিকিৎসার জন্য লন্ডনে থেকেও প্রধানমন্ত্রীকে সব বিষয়ে নির্দেশ দিতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছে আদালত। সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এমন ক্ষোভ প্রকাশ করেন ।
যে কোনো জনস্বার্থ সংশ্লিষ্ট ঘটনায় শেষ মুহূর্তে সরকার ও সরকারি কর্মকর্তাদের তৎপরতা বেড়ে যায় কেন এমন প্রশ্নও করেছে হাইকোর্ট। এছাড়াও সরকারি কর্মকর্তারা কথা শুনছেন না, এটা ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করে আদালত।
এছাড়া আদালতে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ও নির্লিপ্ততা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। কুমিল্লায় আদালতে আসামি হত্যার ঘটনায় দায়ীদের শোকজ ও বরখাস্ত করা হয়েছে মর্মে হাইকোর্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন জমা দিয়েছে।