আজম রেহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওযে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। ঢাকা ঠাকুরগাঁও রোডের একটি টার্নিং এ বলাকা উদ্যান সংলগ্ন স্থানে ঢাকা থেকে আসা কোচ ডিপজল এক্সপ্রেস ও বিপরীত দিক থেকে আসা একটি গেটলক মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ এর মধ্যে পড়ে যায় একটি মটর সাইকেল ও একটি যাত্রীবাহী থ্রি হুইলার। ঘটনাস্থলেই মারা গেছেন ৫ জন বলে নিশ্চিত করেছে উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস। এছাড়া ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মারা গেছেন ৩ জন ।
এ পর্যন্ত আহতের সম্ভাব্য সংখ্যা অন্তত ৫০ বলে জানায় হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা। নিহতের সংখ্যা আরো বাড়বার আশংকা করছেন হাসপাতাল, ফায়ার সার্ভিসের সূত্র।
নিহতদের মধ্যে যাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া গেছে তাদের দু’জন স্মামী-স্ত্রী স্ত্রী মনসুরা ও স্বামী মোস্তফা, এরা মিনিবাসের যাত্রী ছিলেন, তাদের বাড়ি সদর উপজেলার রায়পুর ইউনিয়নের জিয়াবাড়ি বলে তাদের শোকে বিলাপরত কন্যা নিশ্চিত করেন। আরেকজন হাসপাতালে এসে মারা যান তার নাম আব্দুল মজিদ (৬২)তার বাড়ি সদর উপজেলার লক্ষিপুর। নিহত বাকিদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান টেলিফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মারাত্মক আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।