সারাদিন ডেস্ক:: ধারালো অস্ত্রের কোপে এনটিভি ঠাকুরগাঁও প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ ২জন আহত হয়েছে। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত আরেকজন লুৎফর রহমান মিঠুর বন্ধু সাদেকুল ইসলাম সাদিক।
রবিবার দুপুর পৌনে ৪টায় শহরের বাজার পাড়াস্থ নিজ বাড়িতে প্রবেশ করার সময় রাস্তার উপরেই অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।
এ ঘটনায় বখাটে আবু সাঈদ বাপ্পিকে আটক করেছে পুলিশ।
আহত এনটিভির প্রতিনিধি লুৎফর রহমান মিঠু জানান, বাড়িতে প্রবেশ করার সময় গেটের পাশেই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল বাপ্পি। কোন কিছু বুঝে ওঠার আগেই ধারালো চাপাতি দিয়ে মাথায় কোপায়। এসময় তার বন্ধু সাদিক বাঁধা দিলে তাকেও যখম করে। চিৎকার করলে আশপাশের লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বখাটে বাপ্পিকে আটক করে।
এ ঘটনায় ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী ও সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলুসহ সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদ শিরোনাম
ধারালো অস্ত্রের কোপে প্রেসক্লাব সাধারণ সম্পাদকসহ আহত-২, আটক-১
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৮:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯
- ১১৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ