শেখ সমশের আলী: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এতিহ্যবাহী অরুনিমা অটো রাইসমিলের বিশেষ একটি শো-রুম শহরের শহীদ অধ্যাপক গোলাম মোস্তফা সড়কে আজ ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ফ্রেস ও সুপার কোয়ালিটির ‘সোনার ময়না’ চাউল এর পাইকারী ওখুচরা বিক্রি নিশ্চিত করতে কতৃপক্ষ আধুনিক এ শো-রুম চালু করেন। জনসাধারনের চাউল প্রাপ্তির সুবিধা নিশ্চিত করতেই শহরের প্রানকেন্দ্র সেতাবগঞ্জ সড়কে এ শো-রুম স্থাপন করা হয়।
শো-রুমের স্বত্বাধিকারী আদনান কবির রনি জানান, আমাদের অটো রাইস মিল শহরের বাইরে হওয়ায় ক্রেতা সাধারনের সুবিধার্থে আমরা শহরে এই শো-রুমটি চালু করছি। তিনি সর্বসাধারনের সহযোগীতা কামনা করেন।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে অরুনিমা অটোরাইস মিলের শো-রুম উদ্বোধন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৮:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
- ৭০৯ বার
Tag :