অধরা খান অভিনীত উম্মাদ চতুর্থ চলচ্চিত্র। এর আগে নায়ক এবং মাতাল নামে দুটি ছবি মুক্তি পেয়েছে তার। অন্যদিকে তার অভিনীত পাগলের মতো ভালোবাসি ছবিটি মুক্তির অপেক্ষায়। কিন্তু আগের তিন ছবির কোনোটিতেই বিয়ের দৃশ্যে কাজ করা হয়নি এই নায়িকার।
প্রথমবার বউ সাঁজার আনন্দটা ভালোই উপভোগ করেছেন অধরা। এদিন নায়ক রোশনের ঘরণী হওয়ার জন্যই বউ সেজেছিলেন তিনি। প্রথমবার বউ সাঁজার অনুভূতি দারুণ বলে জানিয়েছেন অধরা।
জানা গেছে, উন্মাদ’র দ্বিতীয় লটের শুটিং মাস খানেক পরে শুরু হবে। শিগগিরই ছবিতে আরও একজন নায়ক যুক্ত হওয়ার কথা রয়েছে। গত ২৫ অক্টোবর এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর ২৯ অক্টোবর থেকে শুটিং শুরু হয়।