ডেস্ক:: দেশের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ জার্নাল-এর অনলাইন ভার্সন বাংলাদেশ জার্নাল কে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জার্নালসহ ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
২০১৭ সালে ১ আগস্ট বাংলাদেশ জার্নালের অনলাইন ভার্সনের যাত্রা শুরু হয়। দেশের অসংখ্য অনলাইন নিউজ পোর্টালের মধ্যে বাংলাদেশ জার্নাল একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। আমাদের এ পথচলায় এখন পর্যন্ত সঙ্গী হয়েছেন ৮ লাখ পাঠক। প্রতিদিনই অসংখ্য পাঠক যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। পাঠকের এই আস্থা ধরে রাখার দায়ও বেড়েছে আমাদের। এক ঝাঁক তরুণ, উদ্যমী ও সৃজনশীল সংবাদকর্মীর টিম নিয়ে বাংলাদেশ জার্নাল অহর্নিশ সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞপ্তি জানানো হয়েছে, প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ৯২টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই ৩৪টি নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়।