দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার সালেহা মাদ্রাসা সংলগ্ন কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ০৪ নভেম্বর বুধবার বিকেলে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের (৪নং আসন) সদস্য মোছাঃ হুসনেয়ারা হক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবরস্থান প্রাচীর নির্মান কমিটির সভাপতি মোঃ আমিনুল হক, রুহিয়া ছালেহিয়া দারুছুন্নাত ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মুকসেদ, রুহিয়া থানা প্রেসক্লাবের সহ সভাপতি মজহারুল ইসলাম বাদল, সহ সাধারন সম্পাদক মোঃ দুলাল হক সহ মাদ্রাসার ছাত্ররা।
উল্লেখ্য, রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা সংলগ্ন গোরস্থান, বটতলী ঈদগাহ গোরস্থান এবং দোমরকি পুকুরপাড় গোরস্থানের মোট জমির পরিমান ১৭ একর। রুহিয়া-আটোয়ারী পাকা রাস্তাটি গোরস্থাটিকে দু-ভাগে বিভক্ত করেছে। গোরস্থানটির কত বছর আগের তা কারো জানা নেই। এই গোরস্থানে অসংখ্য রাজনৈতিক নেতা সহ অলিআল্লা গাউস কুতুব এর সমাধি রয়েছে।
কবরস্থান প্রাচীর নির্মান কমিটির সভাপতি মোঃ আমিনুল হক জানান, মোছাঃ হুসনেয়ারা হক ২০১৬ সালে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে গত ৩ বছরে গোরস্থাটির উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা এবং চলতি বছরে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেন। বর্তমানে ৫ লক্ষ টাকার কাজ চলমান রয়েছে। ৩ লক্ষ টাকার কাজ শেষ হয়েছে। আজ ২ লক্ষ টাকার সীমানা প্রাচীরের কাজ উদ্ভোধন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ হবে। এ গোসস্থানের রাতের সময় লাশ দাফন কাফনে সমস্যা হয়। ১৭ একর গোসস্থানে ১৭টি স্ট্রীট লাইট (সোলার বাতি) বরাদ্দের জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।