তবে এ উচ্ছেদকে স্থানীয়রা ‘লোক দেখানো’ বলে সম্বোধন করছেন। স্থানীয়দের মতে, সুনির্দিষ্ট কয়েকটি স্থাপনা ছাড়া আড়াই একর দখলকৃত ভূমি উদ্ধারে তেমন তৎপর ছিলেন না বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা।
এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘণ্টা যেতে না যেতেই আবার দখলে হয়ে যায়। বাঁশের খুঁটি দিয়ে সীমানা আলাদা করে দখল বলবত করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা সূত্রে জানা যায়, কুলাউড়া রেলওয়ের আড়াই একর ভূমি অবৈধ দখলে রয়েছে। দীর্ঘদিন থেকে স্টেশনে ও রেলওয়ে কলোনীতে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এছাড়া অনুমোদনহীন ও লিজ বাতিল হয়ে যাওয়া ভূমিতে অবৈধভাবে রেলওয়ে জামে মসজিদের দ্বিতল মার্কেট, পার্শবর্তী এলাকায় একতলা মার্কেটসহ অবৈধ দোকানপাট স্থাপন করে রেলের ভূমি জবরদখল করে রাখা হয়েছিলো।
রেলওয়ে সূত্রে আরও জানা যায়, রেল কলোনীর প্রায় দেড় শতাধিক পরিত্যাক্ত কোয়ার্টারে অবৈধভাবে ভাড়া দেয়া ঘরে অনেক অপকর্ম চলতো। এসব অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য গত ৬ মাস আগে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কার্যালয় থেকে নোটিশ দেয়া হয়েছিলো।
উচ্ছেদ অভিযানে অংশ নেন রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী, রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মহসিন, রেলওয়ের ফিল্ড কানুনগো ইকবাল মাহমুদ ও আমিন মমরাজুল ইসলাম, কুলাউড়া থানা পুলিশ, রেলওয়ে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এদিকে রেলওয়ে মসজিদের পশ্চিম পাশের ভূমি, উত্তর রেল কলোনীর উচ্ছেদকৃত ভূমি এবং স্থাপনা আবারো ঘণ্টা দুয়েকের মধ্যে বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে দখল করে রেখেছেন স্থানীয় বাসিন্দা শফিউল আলম শফি নামে এক ব্যক্তি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ মার্কেট ও আশপাশের স্থাপনা উচ্ছেদ করে অভিযান টিম সেখান থেকে চলে যাওয়ার পর শফিউল আলম শফি তার লোকজন নিয়ে বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে দখলমুক্ত স্থাপনাগুলো দখলে নেন।
মুঠোফোনে শফিউল আলম শফির কাছে এ বিষয়ে জানান, রেলওয়ে মসজিদকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট কাজ করে আসছিলো ফায়দা লোটার জন্য। দখল নয়, আমি মসজিদের জায়গা রক্ষণাবেক্ষণের জন্য কাজ করছি মাত্র। রেলের আইন অনুযায়ী পরবর্তীতে বিষয়টি দেখা যাবে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, দিনব্যাপী দুটি স্কেবেটর ও ৫০ জন শ্রমিক নিয়ে রেলের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলকৃত ভূমি উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদকৃত স্থাপনা ও দখলমুক্ত ভূমি রক্ষণাবেক্ষণের কোন পরিকল্পনা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, দখল হলে আবার উচ্ছেদ করা হবে।
কুষ্টিয়ায় জমি দখলমুক্ত অভিযান, ২জনের জেল
মঙ্গলবার দুপুর দেড়টায় কোর্ট স্টেশন থেকে জগতি পর্যন্ত প্রায় সাড়ে ৪শ অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান পরিচালনা করেন রেলওয়ে পাকশী ডিভিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয়এস্টেট অফিসার মো: নুরুজ্জামান।
এসময় অভিযান পরিচালনায় রেল পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রেল বস্তির বাসিন্দা রিটন (২৮) ও আমিরুল (৩২)। উভয়কে ৭দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নরুজ্জামান বলেন, রেল নিরাপত্তা নিশ্চিতে আইন অনুযায়ী একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সব সময় ১৪৪ ধারা জারি থাকে। অথচ বিভিন্ন প্রভাবশালীদের প্রভাবে স্থাপনা করে রেলকে বিপজ্জনক পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে।
ইতোপূর্বে রেল কর্তৃপক্ষ তাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছে এসব সরিয়ে ফেলতে। সোমবার (০৫ অক্টোবর) এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিংও করা হয়েছে। অথচ এই উচ্ছেদ অভিযানে এরা বাধাদানের চেষ্টা করায় দণ্ডবিধি অনুযায়ী তাদের ৭দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার আবারও ১মাস সময় বেঁধে দেয়া হয়েছে, এর মধ্যে এসব স্থাপনা সরিয়ে না নিলে আগামি মাসে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
তিনি বলেন, পাকশী ডিভিশনের অধীনে কমপক্ষে ৩৬হাজার একর জমি বিভিন্ন দখবাজরা দখল করে রেখেছে। ইতোমধ্যে ১২শ একর জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এখনও প্রায় ৩০ থেকে ৪০ হাজার এরকম অবৈধ দখলদার আছে পর্যাক্রমে সবই উচ্ছেদ করে উদ্ধার করা হবে।