ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিকে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। এক পক্ষ বলছে বড়ইপারাকে কেন্দ্র করে, অপর পক্ষ বলছে জমিজমাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের এসিল্যান্ড বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আলম (৫০), আদম (৪৭), লাবু (২২), সাকিলা আক্তার (৩৮), রেজাউল (৫০)।

পুলিশ জানায়, আদম আলীর প্রতিপক্ষ রসুলের সাথে দ্বন্দের জেরে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ধাড়ালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ৫ জন আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার মুল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আদম আলীর পরিবারের স্বজনদের দাবি বাড়ির পাশে বড়ই পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রসুলের লোকজন ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তাদের লোকজনই বেশি আঘাতপ্রাপ্ত হয়। অপর পক্ষে রইসুলের স্বজনরা জানায় দীর্ঘ দিন ধরে জমি নিয়ে আদম আলীর পরিবারের সাথে দ্বন্দ চলছিল। তারা জোরপূর্বক আমাদের কিছু জমি দখল করেছে। এ ব্যাপারে মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে জানা যায় বড়ই পাড়াকে কেন্দ্র করে আদম আলীর পরিবারের সদস্যদের সাথে রইসুলের পরিবারের সদস্যদের দ্বন্দ বাঁধে। উভয়ের মধ্যে সংঘর্ষে আহত হয়ে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত কয়েক জন কর্মচারী বলেন হাসপাতালে এধরনের ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা দেবে কে ? আমাদের জন্য দায়িত্ব পালন করাটাই কষ্টকর হয়ে দাড়িয়েছে।

আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মেইসাম সোহবান বলেন জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রেজাউলকে ৬/৭ জনের একটি দল এসে ব্যাপক মারধর করতে থাকে। এ সময় পুলিশ এসেও তাদের নিয়ন্ত্রণ করতে পারছিল না।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিকে মারধরের অভিযোগ

আপডেট টাইম ০৩:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১

ঠাকুরগাঁওয়ে দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। এক পক্ষ বলছে বড়ইপারাকে কেন্দ্র করে, অপর পক্ষ বলছে জমিজমাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের এসিল্যান্ড বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আলম (৫০), আদম (৪৭), লাবু (২২), সাকিলা আক্তার (৩৮), রেজাউল (৫০)।

পুলিশ জানায়, আদম আলীর প্রতিপক্ষ রসুলের সাথে দ্বন্দের জেরে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ধাড়ালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ৫ জন আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার মুল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আদম আলীর পরিবারের স্বজনদের দাবি বাড়ির পাশে বড়ই পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রসুলের লোকজন ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তাদের লোকজনই বেশি আঘাতপ্রাপ্ত হয়। অপর পক্ষে রইসুলের স্বজনরা জানায় দীর্ঘ দিন ধরে জমি নিয়ে আদম আলীর পরিবারের সাথে দ্বন্দ চলছিল। তারা জোরপূর্বক আমাদের কিছু জমি দখল করেছে। এ ব্যাপারে মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে জানা যায় বড়ই পাড়াকে কেন্দ্র করে আদম আলীর পরিবারের সদস্যদের সাথে রইসুলের পরিবারের সদস্যদের দ্বন্দ বাঁধে। উভয়ের মধ্যে সংঘর্ষে আহত হয়ে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত কয়েক জন কর্মচারী বলেন হাসপাতালে এধরনের ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা দেবে কে ? আমাদের জন্য দায়িত্ব পালন করাটাই কষ্টকর হয়ে দাড়িয়েছে।

আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মেইসাম সোহবান বলেন জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রেজাউলকে ৬/৭ জনের একটি দল এসে ব্যাপক মারধর করতে থাকে। এ সময় পুলিশ এসেও তাদের নিয়ন্ত্রণ করতে পারছিল না।