সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। যদিও এসব পয়েন্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ ছাড়া মহাসড়কে পরিবহনের তেমন চাপ নেই। অন্যান্য দিনের মতোই পরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে চালকদের দাবি, দীর্ঘ দিন বেকার থাকায় বাধ্য হয়ে বাস নিয়ে মহাসড়কে বের হয়েছেন তারা।
জানা গেছে, দিনে মহাসড়কে গণপরিবহন চলাচল সীমিত থাকলেও রাতে সংখ্যা বেশি থাকে। এ ছাড়া পিকআপ ভ্যান, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন পরিবহনে কর্মস্থলে ফিরছেন মানুষ। এক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান তারা।
যাত্রীবাহী বাসচালকরা জানান, সরকারিভাবে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। কিন্তু আমাদের সংসার খরচ বন্ধ হয়নি। বাধ্য হয়ে বাস চালাচ্ছি। ঢাকা যেতে অনেক জায়গায় বাঁধার সম্মুখীন হলেও আবারো ঢাকামুখী হচ্ছেন তারা।
মির্জাপুর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, ‘মহাসড়কে আমরা কাজ শুরু করেছি। জেলার বাস চলাচল করছে। দূরপাল্লার বাস খুব একটা চলছে না। রাস্তায় যানবাহন কিছুটা বাড়ছে।’