বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বুধবার বেলা সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে গত ১৬ জুলাই সকাল সোয়া ৭টায় তাকে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
জানা যায়, গত ১২ জুলাই সানিয়া আক্তার ঝালকাঠি সদর হাসপাতালে রেপিড এন্টিজেন্ট টেষ্ট করালে করোনা পজেটিভ হন। সানিয়া আক্তারের স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
ঝালকাঠি সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের কর্তব্যরত চিকৎসক আবুয়াল হাসান জানান, সম্প্রতি সানিয়া আক্তার করোনা পজেটিভ হন। এর কয়েকদিন পর তিনি ঝালকাঠি সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে ১৬ জুলাই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
সানিয়া আক্তার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।