ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে ভাল মানুষ থেকেইে ভাল মানুষ তৈরী হয়—ঠাকুরগাঁওয়ে আল-হাসানাহ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সাবেক এমপি জাহিদুর রহমান ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ সাগর-রুনি হত্যা মামলা র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে সংস্কারের পরেই নির্বাচন: ড. ইউনূস বশিরউদ্দীন ও ফারুকীকে কার বুদ্ধিতে নিলেন, প্রশ্ন মান্নার ভূমি সেবায় দুর্নীতি-অনিয়মে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা ভোট কারচুপির তদন্ত সাবেক ডিসি-এসপি-ইউএনওদের ঘুম হারাম আসিফ নজরুলকে হেনস্তা,দূতাবাসের কাউন্সেলরকে দেশে ফেরত, চাকরি হারাচ্ছেন স্টাফ

জিহাদকে সমর্থন দিয়ে বক্তব্য, ফ্রান্সে ৬ মাসের জন্য বন্ধ করা হলো মসজিদ

ডেস্ক:: জিহাদের পক্ষে বক্তব্য দেয়ায় ফ্রান্সে একটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর বুফের একটি মসজিদের ইমাম ওই সহিংস বক্তব্য দেন। এখন আগামী ৬ মাসের জন্য মসজিদটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির খবরে জানানো হয়, ওই ইমাম জিহাদিদের ‘বীর’ হিসাবে তুলে ধরেন। একইসঙ্গে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সহিংসতাকে উৎসাহিত করেছেন। এ কারণেই এমন শক্ত পদক্ষেপ গ্রহণ করলো ফ্রান্স।
পশ্চিম ইউরোপের দেশটি সম্প্রতি উগ্রবাদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে। একাধিক সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের ইসলামিক স্থাপনাগুলোতে নিয়মিত তল্লাশি চলছে।

 দুই সপ্তাহ আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, তিনি প্যারিসের ১০০ কিলোমিটার উত্তরে বুভে শহরের গ্রেট মসজিদটি বন্ধ করার প্রক্রিয়া শুরু করছেন। কারণ সেখানকার ইমাম তার বক্তৃতায় খ্রিস্টান, সমকামী এবং ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন। তবে একবারেই কঠিন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। মসজিদটিকে জবাব দিতে ১০ দিন সময় দেয়া হয়েছিল।

তবে মসজিদ কর্তৃপক্ষ বলছে, যেই ইমান এমন বক্তব্য দিয়েছেন তিনি সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন। মসজিদ পরিচালনাকারী অ্যাসোসিয়েশনের একজন আইনজীবী বলেছেন, ওই ইমাম তার নিজের ইচ্ছায় ওই বক্তৃতা করেন। এরইমধ্যে তাকে এ জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই ইমাম মসজিদের একজন নিয়মিত ইমাম হিসাবে কাজ করছিলেন। তিনি উগ্রপন্থী ইসলামী অনুশাসন চর্চার প্রতি সমর্থন এবং রাষ্ট্রীয় আইনে উপর এর শ্রেষ্ঠত্ব রয়েছে বলে দাবি করে আসছিলেন।
গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী চরমপন্থি সংশ্লিষ্টতা রয়েছে এমন মসজিদ গুলোতে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিলেন। সেসময় তিনি বলেছিলেন যে, বিচ্ছিন্নতাবাদ উৎসাহিত করা হলে সেই মসজিদগুলো বন্ধ করে দেয়া যেতে পারে। ফ্রান্সে রয়েছে ২ হাজার ৬২০ টি মসজিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এরমধ্যে শতাধিক মসজিদে তদন্ত চালিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

জিহাদকে সমর্থন দিয়ে বক্তব্য, ফ্রান্সে ৬ মাসের জন্য বন্ধ করা হলো মসজিদ

আপডেট টাইম ১০:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

ডেস্ক:: জিহাদের পক্ষে বক্তব্য দেয়ায় ফ্রান্সে একটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর বুফের একটি মসজিদের ইমাম ওই সহিংস বক্তব্য দেন। এখন আগামী ৬ মাসের জন্য মসজিদটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির খবরে জানানো হয়, ওই ইমাম জিহাদিদের ‘বীর’ হিসাবে তুলে ধরেন। একইসঙ্গে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সহিংসতাকে উৎসাহিত করেছেন। এ কারণেই এমন শক্ত পদক্ষেপ গ্রহণ করলো ফ্রান্স।
পশ্চিম ইউরোপের দেশটি সম্প্রতি উগ্রবাদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়েছে। একাধিক সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের ইসলামিক স্থাপনাগুলোতে নিয়মিত তল্লাশি চলছে।

 দুই সপ্তাহ আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানান, তিনি প্যারিসের ১০০ কিলোমিটার উত্তরে বুভে শহরের গ্রেট মসজিদটি বন্ধ করার প্রক্রিয়া শুরু করছেন। কারণ সেখানকার ইমাম তার বক্তৃতায় খ্রিস্টান, সমকামী এবং ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন। তবে একবারেই কঠিন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। মসজিদটিকে জবাব দিতে ১০ দিন সময় দেয়া হয়েছিল।

তবে মসজিদ কর্তৃপক্ষ বলছে, যেই ইমান এমন বক্তব্য দিয়েছেন তিনি সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন। মসজিদ পরিচালনাকারী অ্যাসোসিয়েশনের একজন আইনজীবী বলেছেন, ওই ইমাম তার নিজের ইচ্ছায় ওই বক্তৃতা করেন। এরইমধ্যে তাকে এ জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই ইমাম মসজিদের একজন নিয়মিত ইমাম হিসাবে কাজ করছিলেন। তিনি উগ্রপন্থী ইসলামী অনুশাসন চর্চার প্রতি সমর্থন এবং রাষ্ট্রীয় আইনে উপর এর শ্রেষ্ঠত্ব রয়েছে বলে দাবি করে আসছিলেন।
গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী চরমপন্থি সংশ্লিষ্টতা রয়েছে এমন মসজিদ গুলোতে কঠোর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিলেন। সেসময় তিনি বলেছিলেন যে, বিচ্ছিন্নতাবাদ উৎসাহিত করা হলে সেই মসজিদগুলো বন্ধ করে দেয়া যেতে পারে। ফ্রান্সে রয়েছে ২ হাজার ৬২০ টি মসজিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এরমধ্যে শতাধিক মসজিদে তদন্ত চালিয়েছে কর্তৃপক্ষ।