ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকতার মুল স্রোতধারায় ফেরাতে হবে-পীরগঞ্জে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ

ইয়াসমিন রেহমান অনন্যা,পীরগঞ্জ(ঠাকুরগাঁও):: জেলার পীরগঞ্জে পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের জেলা শাখা গঠনের লক্ষ্যে এক মত বিনিময় সভা স্থানীয় বিসিই হলরুমে ৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক ৭১ টিভির জেলা প্রতিনিধি এডভোকেট আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এটিএম সামসুজ্জোহা বাবলু (যুগান্তর), সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব (মাছরাঙ্গা টেলিভিশন), সদস্য জাকির মোস্তাফিজ মিলু(যায়যায়দিন ও এসএ টিভি), ইমদাদুল ইসলাম ভূট্টো (জিটিভি), আজম রেহমান (মানবজমিন ও অবজারভার), মো.গোলাম রব্বানী(নওরোজ), নুরুন নবী (আজকের পত্রিকা), বুলবুল আহম্মেদ(যুগান্তর), আজিজুল হক(আজকের প্রত্যাশা ও উত্তরা), আব্দুল আলীম(আমার সংবাদ), মো. জাকির হোসেন(নয়াদিগন্ত), মো.মাহাবুবুর রহমান বুলু( সকালের সময়), আবু তারেক বাধন(আজকালের খবর), ফাইদুল ইসলাম(প্রতিদিনের সংবাদ) প্রমুখ্। সভায় সভাপতিত্ব করেন সমকাল প্রতিনিধি মোকাদ্দেসহায়াত মিলন।                     

বক্তারা সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, অধিকার আদায়, নির্যাতিত সাংবাদিকের সহায়তা দান সহ সাংবাদিকের সাংবাদিকতার মুল স্রোতধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার মুল স্রোতধারায় ফেরাতে হবে-পীরগঞ্জে সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ

আপডেট টাইম ০৪:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

ইয়াসমিন রেহমান অনন্যা,পীরগঞ্জ(ঠাকুরগাঁও):: জেলার পীরগঞ্জে পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের জেলা শাখা গঠনের লক্ষ্যে এক মত বিনিময় সভা স্থানীয় বিসিই হলরুমে ৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক ৭১ টিভির জেলা প্রতিনিধি এডভোকেট আবু তোরাব মানিক, ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহবায়ক এটিএম সামসুজ্জোহা বাবলু (যুগান্তর), সদস্য সচিব বদরুল ইসলাম বিপ্লব (মাছরাঙ্গা টেলিভিশন), সদস্য জাকির মোস্তাফিজ মিলু(যায়যায়দিন ও এসএ টিভি), ইমদাদুল ইসলাম ভূট্টো (জিটিভি), আজম রেহমান (মানবজমিন ও অবজারভার), মো.গোলাম রব্বানী(নওরোজ), নুরুন নবী (আজকের পত্রিকা), বুলবুল আহম্মেদ(যুগান্তর), আজিজুল হক(আজকের প্রত্যাশা ও উত্তরা), আব্দুল আলীম(আমার সংবাদ), মো. জাকির হোসেন(নয়াদিগন্ত), মো.মাহাবুবুর রহমান বুলু( সকালের সময়), আবু তারেক বাধন(আজকালের খবর), ফাইদুল ইসলাম(প্রতিদিনের সংবাদ) প্রমুখ্। সভায় সভাপতিত্ব করেন সমকাল প্রতিনিধি মোকাদ্দেসহায়াত মিলন।                     

বক্তারা সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, অধিকার আদায়, নির্যাতিত সাংবাদিকের সহায়তা দান সহ সাংবাদিকের সাংবাদিকতার মুল স্রোতধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।