ইয়াসমিন অনন্যা,পীরগঞ্জ (ঠাকুরগাঁও):: ঠাকুরগাঁওয়রে পীরগঞ্জে শতাধিক অসহায়, ছিন্নমূল ও নম্নি আয়রে মানুষরে মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে মানবাধিকার সংস্থা সৃষ্টি হউিম্যান রাইটস সোসাইিটর উদ্যোগে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবদিন বাবুল, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক দুলাল সরকার, বিভঞয়, কোষাধ্যক্ষ বুলবুল আহম্মদ, সনিয়ির সাংবাদিক আজম রেহমান, সাংবাদিক মনসুর আলী, বাদল হোসন, ফাইদুল ইসলাম, আবু তারকে বাঁধন উপস্থতি ছলিনে। ঈদ সামগ্রী হিসেবে চাল, তেল,সেমাই, চিনি, গুড়ো দুধ সহ খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ও সন্তোষ প্রকাশ করেন অসহায় মানুষেরা। জগথা গ্রামের আলেয়া খাতুন বলেন, রোজার শেষ মুহুত্বে এই ইফতার সামগ্রী আমার পরিবারে আনন্দ বয়ে এনেছে।
সংবাদ শিরোনাম
নিম্ন আয়ের মানুষের মাঝে সৃষ্টি হিউম্যান রাইট’র ঈদসামগ্রী বিতরণ
- Yeasmin Ananna
- আপডেট টাইম ০৩:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- ১১৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ