পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: জেলার পীরগঞ্জ ও রাণীশংকৈল সড়কের ফুটানি টাউন নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৪৭) নিহত ও তার স্ত্রী করিমা আকতার (৩৮)গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত সাইফুল ইসলাম হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গী পাড়া ইউনিয়নের দামোল গ্রামের মৃত কুসুমউদ্দিনের ছেলে। সাইফুল ইসলাম হরিপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।
৩০এপ্রিল দিবাগত রাত ১২দিকে স্বামী স্ত্রী দুজনেই মোটরসাইকেল যোগে দিনাজপুর থেকে চিকিৎসা শেষে পীরগঞ্জ উপজেলার ফুটানি টাউন এলাকায় পৌচ্ছালে দাড়িয়ে থাকা খড়ি ভর্তি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই সাইফুল ইসলামের মৃত্যু হয়। তার স্ত্রী করিমা আকতার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে প্রথমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত করিমা আকতার হরিপুর উপজেলার দামোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি কিন্তু এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।