ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্বাধীনতাবিরোধী আর ফ্যাসিবাদের দোসরদের দিয়ে গনতন্ত্র পরিপুষ্ট হবেনা- শামসুজ্জামান দুদু মানুষ নতুন নেতৃত্বের জন্য মুখিয়ে আছে- বালিয়াডাঙ্গীর পথসভায়- ফারুক হাসান মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি ঠাকুরগাওয়ে ৩ দফা দাবীতে চাকুরীচ্যুৎ ও জেলবন্দি বিডিআর পরিবারের মানববন্ধন ৪৩তম বিসিএস: সহকারী কমিশনার হলেন ২৬৭ কর্মকর্তা টিসিবির ট্রাক সেল ফের চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে: সড়ক উপদেষ্টা ‘শুল্ক ও করহার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী’ ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা রুখতে ঐক্য জরুরি: ফখরুল

অকাল প্রয়াত অনুজের জন্য শোকার্ত শব্দাবলি

সাইফুল আলম:: ‘চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়।’ এই পঙ্ক্তি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম কবি সুনীল গঙ্গোপাধ্যায়। স্নেহাস্পদ প্রিয় সহকর্মী যুগান্তরের সিনিয়র প্রতিবেদক হাবিবুর রহমান খানের অকাল প্রয়াণে এই পঙ্ক্তির কথা বারবার মনে পড়ছে, যদিও কোনো কোনো মৃত্যু আমাদের মনকে এতটাই আলোড়িত করে যে, তা ভাষায় প্রকাশ করা যায় না। এভাবে, এমন করে, এমন অসময়ে মাত্র ৪২ বছরে, সবেমাত্র তারুণ্য পেরিয়ে-হাবিব এভাবে আমাদের কাঁদিয়ে চলে যাবে; তা আমার কল্পনাতেও আসেনি কখনো। মঙ্গলবার বিকালবেলা যখন বার্তাকক্ষে সহকর্মীরা কাজে তৎপর হয়ে উঠছে মাত্র, ঠিক তখনই হাবিবের মৃত্যুখবর জানিয়ে আসা ফোনটি ছিল অবিশ্বাস্য, অকল্পনীয়। আমরা কেউই বিশ্বাস করতে পারছিলাম না। খবরটি শুনে হুহু করে কান্না শুরু করে সহকর্মী লাবলুসহ আরও কয়েকজন। আর পুরো বার্তাকক্ষ যাকে বলে হতবিহ্বল-সেই অবস্থা।

২.

যুগান্তরের দীর্ঘ দুই যুগ পেরোনোর এই যাত্রায় আমরা আমাদের অনেক প্রিয়জনের প্রয়াণের সম্মুখীন হয়েছি। আমার অগ্রজ শ্রদ্ধাস্পদ দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, স্বত্বাধিকারী, আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, শ্রদ্ধাস্পদ প্রিয় সম্পাদক আমার গুরু গোলাম সারওয়ার, সর্বজনমান্য প্রবীণ সাংবাদিক, সম্পাদক এবিএম মূসা, অগ্রজতুল্য দেশের কিংবদন্তি ছড়াকার রফিকুল হক (দাদুভাই)-তাঁদের হারিয়ে আমরা অভিভাবক হারানোর বেদনায় ভারাক্রান্ত। যুগান্তরের দুই যুগ পেরিয়ে এই যাত্রায় অনেক সহকর্মীকে হারিয়েছি আমরা। হারিয়েছি সহকর্মী রাশীদুন নবী বাবুকে, হারিয়েছি যুগান্তরের রাজশাহীর সাবেক ব্যুরোপ্রধান বুলবুল চৌধুরীকে, স্নেহাস্পদ আহমেদ ফরুক হাসানকে, হারিয়েছি মোয়াজ্জেম হোসেন নান্নুকে, শফিউল আলম রাজাকে এবং আরও অনেক সহকর্মীকে। করোনা মহামারির সময়ও চলে গেছেন আমাদের কয়েকজন সহকর্মী।

সত্যিকার অর্থে জন্মের পরমুহূর্ত থেকেই শুরু হয় আমাদের মৃত্যুর গন্তব্যে পৌঁছানোর অভিযাত্রা। আমরা কেউই এই পথপরিক্রমার বাইরে নই। তবুও কিছু কিছু মৃত্যু, সত্যি এভাবে থমকে দেয়, বিষণ্ন করে দেয় আমাদের।

৩.

বার্তাকক্ষে আমরা প্রতিদিন এমন উৎকর্ণ হয়ে বাঁচি যে নিজেদের অস্তিত্ব ভুলে যাই-আমাদের পুরো মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকে সংবাদ, সংবাদসংশ্লিষ্ট সব উপাদান। যেন আমরা রোবটে পরিণত হই-বার্তাকক্ষের সবাই; খবরের পেছনের খবর উদ্ঘাটনে আমরা এতটাই মনোযোগী হই, মৃত্যুর ক্ষণগণনার অবকাশ আমাদের কোথায়? আমি এই কঠিন বাস্তবতার বিষয়টি উপলব্ধি করছি হাবিবের এমন অকালে, অসময়ে চলে যাওয়ার ঘটনার মধ্য দিয়ে।

আমি প্রতিদিন অফিস থেকে কাজ শেষ করে বেরোনোর সময় হাবিব ওর ডেস্ক থেকে উঠে আসত, আমি ওর পিঠে স্পর্শ করে অফিস থেকে বের হতাম; যেন একটা স্বস্তি নিয়ে যে, বার্তাকক্ষে সর্বশেষ বার্তাটাও ওদের দৃষ্টি এড়িয়ে যাবে না, পরদিন যুগান্তরের পাঠক সর্বশেষ সংবাদটিও মিস করবেন না। যেন এটাই আমাদের একমাত্র সম্পর্ক, অলিখিত প্রতিশ্রুতি যুগান্তরের প্রতি, যুগান্তরের পাঠকদের প্রতি, সব সহকর্মীর প্রতি।

৪.

কাজের প্রতি হাবিবের ডেডিকেশন কতটা গভীর,

তা যে কোনো পাঠকই ওর সর্বশেষ রিপোর্টটি পড়লেই উপলব্ধি করবেন। যাকে বলে, ইনডেপ্থ রিপোর্টিং,

সেটা ও সব সময় করত। ফলে ওর মৃত্যুতে শুধু

যুগান্তরের সহকর্মীরাই নন, অন্য হাউজগুলোর সহকর্মী, রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাবসহ ওকে যারা চেনেন-বলতে পারি, তারা সবাই শোকাহত হয়েছেন। এটাই একজন প্রকৃত সংবাদকর্মীর সার্থকতা তার কাজের, তার জীবনের।

হাবিবকে যারা চেনেন, তারা জানেন ওর বন্ধুবাৎসল্যের গুণটির কথা। অনায়াসে হাবিব সম্পর্কের সেতু তৈরি করতে পারত ওর সহজাত সরলতার আশীর্বাদে। সম্পর্কের সেই স্নিগ্ধতার মায়া কাটিয়ে এমন অকালে, অসময়ে হাবিবের চলে যাওয়া আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।

লেখার শুরুতে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে পঙ্ক্তিটির

কথা উল্লেখ করেছি, সেটি এ কারণে-প্রতিদিন হাবিব ওর ডেস্ক থেকে উঠে এসে আমাকে এগিয়ে দিত, আমি ওর পিঠে স্নেহস্পর্শও বুলিয়ে দিতাম; কিন্তু ওকে

কখনোই প্রশ্ন করিনি তোমার শরীর কেমন? এমন প্রশ্ন

মনে উদ্রেকই হয়নি কখনো। কারণ এমনই রোবটের

মতো আমাদের বার্তাকক্ষের জীবন! এজন্যই

হাবিবের মৃত্যু আমাদের অপরাধী করে দিচ্ছে যেন। কোনোদিন আর পিঠ স্পর্শ করা হবে না। কোনোদিন ও আর ডাকবে না ‘সাইফুল ভাই’। আমিও ডাকতে পারব না ‘হাবিব’। এসবের অনেক ঊর্ধ্বে এখন ও। মহাকালের অনন্তযাত্রায় হাবিব এখন স্মৃতির জগতে অনির্বাণ হয়ে জ্বলবে। হাবিব তুমি ভালো থাকো।

সাইফুল আলম : সম্পাদক, যুগান্তর; সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতাবিরোধী আর ফ্যাসিবাদের দোসরদের দিয়ে গনতন্ত্র পরিপুষ্ট হবেনা- শামসুজ্জামান দুদু

অকাল প্রয়াত অনুজের জন্য শোকার্ত শব্দাবলি

আপডেট টাইম ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩

সাইফুল আলম:: ‘চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়।’ এই পঙ্ক্তি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম কবি সুনীল গঙ্গোপাধ্যায়। স্নেহাস্পদ প্রিয় সহকর্মী যুগান্তরের সিনিয়র প্রতিবেদক হাবিবুর রহমান খানের অকাল প্রয়াণে এই পঙ্ক্তির কথা বারবার মনে পড়ছে, যদিও কোনো কোনো মৃত্যু আমাদের মনকে এতটাই আলোড়িত করে যে, তা ভাষায় প্রকাশ করা যায় না। এভাবে, এমন করে, এমন অসময়ে মাত্র ৪২ বছরে, সবেমাত্র তারুণ্য পেরিয়ে-হাবিব এভাবে আমাদের কাঁদিয়ে চলে যাবে; তা আমার কল্পনাতেও আসেনি কখনো। মঙ্গলবার বিকালবেলা যখন বার্তাকক্ষে সহকর্মীরা কাজে তৎপর হয়ে উঠছে মাত্র, ঠিক তখনই হাবিবের মৃত্যুখবর জানিয়ে আসা ফোনটি ছিল অবিশ্বাস্য, অকল্পনীয়। আমরা কেউই বিশ্বাস করতে পারছিলাম না। খবরটি শুনে হুহু করে কান্না শুরু করে সহকর্মী লাবলুসহ আরও কয়েকজন। আর পুরো বার্তাকক্ষ যাকে বলে হতবিহ্বল-সেই অবস্থা।

২.

যুগান্তরের দীর্ঘ দুই যুগ পেরোনোর এই যাত্রায় আমরা আমাদের অনেক প্রিয়জনের প্রয়াণের সম্মুখীন হয়েছি। আমার অগ্রজ শ্রদ্ধাস্পদ দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, স্বত্বাধিকারী, আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, শ্রদ্ধাস্পদ প্রিয় সম্পাদক আমার গুরু গোলাম সারওয়ার, সর্বজনমান্য প্রবীণ সাংবাদিক, সম্পাদক এবিএম মূসা, অগ্রজতুল্য দেশের কিংবদন্তি ছড়াকার রফিকুল হক (দাদুভাই)-তাঁদের হারিয়ে আমরা অভিভাবক হারানোর বেদনায় ভারাক্রান্ত। যুগান্তরের দুই যুগ পেরিয়ে এই যাত্রায় অনেক সহকর্মীকে হারিয়েছি আমরা। হারিয়েছি সহকর্মী রাশীদুন নবী বাবুকে, হারিয়েছি যুগান্তরের রাজশাহীর সাবেক ব্যুরোপ্রধান বুলবুল চৌধুরীকে, স্নেহাস্পদ আহমেদ ফরুক হাসানকে, হারিয়েছি মোয়াজ্জেম হোসেন নান্নুকে, শফিউল আলম রাজাকে এবং আরও অনেক সহকর্মীকে। করোনা মহামারির সময়ও চলে গেছেন আমাদের কয়েকজন সহকর্মী।

সত্যিকার অর্থে জন্মের পরমুহূর্ত থেকেই শুরু হয় আমাদের মৃত্যুর গন্তব্যে পৌঁছানোর অভিযাত্রা। আমরা কেউই এই পথপরিক্রমার বাইরে নই। তবুও কিছু কিছু মৃত্যু, সত্যি এভাবে থমকে দেয়, বিষণ্ন করে দেয় আমাদের।

৩.

বার্তাকক্ষে আমরা প্রতিদিন এমন উৎকর্ণ হয়ে বাঁচি যে নিজেদের অস্তিত্ব ভুলে যাই-আমাদের পুরো মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকে সংবাদ, সংবাদসংশ্লিষ্ট সব উপাদান। যেন আমরা রোবটে পরিণত হই-বার্তাকক্ষের সবাই; খবরের পেছনের খবর উদ্ঘাটনে আমরা এতটাই মনোযোগী হই, মৃত্যুর ক্ষণগণনার অবকাশ আমাদের কোথায়? আমি এই কঠিন বাস্তবতার বিষয়টি উপলব্ধি করছি হাবিবের এমন অকালে, অসময়ে চলে যাওয়ার ঘটনার মধ্য দিয়ে।

আমি প্রতিদিন অফিস থেকে কাজ শেষ করে বেরোনোর সময় হাবিব ওর ডেস্ক থেকে উঠে আসত, আমি ওর পিঠে স্পর্শ করে অফিস থেকে বের হতাম; যেন একটা স্বস্তি নিয়ে যে, বার্তাকক্ষে সর্বশেষ বার্তাটাও ওদের দৃষ্টি এড়িয়ে যাবে না, পরদিন যুগান্তরের পাঠক সর্বশেষ সংবাদটিও মিস করবেন না। যেন এটাই আমাদের একমাত্র সম্পর্ক, অলিখিত প্রতিশ্রুতি যুগান্তরের প্রতি, যুগান্তরের পাঠকদের প্রতি, সব সহকর্মীর প্রতি।

৪.

কাজের প্রতি হাবিবের ডেডিকেশন কতটা গভীর,

তা যে কোনো পাঠকই ওর সর্বশেষ রিপোর্টটি পড়লেই উপলব্ধি করবেন। যাকে বলে, ইনডেপ্থ রিপোর্টিং,

সেটা ও সব সময় করত। ফলে ওর মৃত্যুতে শুধু

যুগান্তরের সহকর্মীরাই নন, অন্য হাউজগুলোর সহকর্মী, রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাবসহ ওকে যারা চেনেন-বলতে পারি, তারা সবাই শোকাহত হয়েছেন। এটাই একজন প্রকৃত সংবাদকর্মীর সার্থকতা তার কাজের, তার জীবনের।

হাবিবকে যারা চেনেন, তারা জানেন ওর বন্ধুবাৎসল্যের গুণটির কথা। অনায়াসে হাবিব সম্পর্কের সেতু তৈরি করতে পারত ওর সহজাত সরলতার আশীর্বাদে। সম্পর্কের সেই স্নিগ্ধতার মায়া কাটিয়ে এমন অকালে, অসময়ে হাবিবের চলে যাওয়া আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।

লেখার শুরুতে সুনীল গঙ্গোপাধ্যায়ের যে পঙ্ক্তিটির

কথা উল্লেখ করেছি, সেটি এ কারণে-প্রতিদিন হাবিব ওর ডেস্ক থেকে উঠে এসে আমাকে এগিয়ে দিত, আমি ওর পিঠে স্নেহস্পর্শও বুলিয়ে দিতাম; কিন্তু ওকে

কখনোই প্রশ্ন করিনি তোমার শরীর কেমন? এমন প্রশ্ন

মনে উদ্রেকই হয়নি কখনো। কারণ এমনই রোবটের

মতো আমাদের বার্তাকক্ষের জীবন! এজন্যই

হাবিবের মৃত্যু আমাদের অপরাধী করে দিচ্ছে যেন। কোনোদিন আর পিঠ স্পর্শ করা হবে না। কোনোদিন ও আর ডাকবে না ‘সাইফুল ভাই’। আমিও ডাকতে পারব না ‘হাবিব’। এসবের অনেক ঊর্ধ্বে এখন ও। মহাকালের অনন্তযাত্রায় হাবিব এখন স্মৃতির জগতে অনির্বাণ হয়ে জ্বলবে। হাবিব তুমি ভালো থাকো।

সাইফুল আলম : সম্পাদক, যুগান্তর; সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা