পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে ট্রেন থেকে নামার সময় এক নারী যাত্রীর পা কাটা পড়েছে। আহত যাত্রীর কোন ওয়ারিশ বা স্বজনের খোজ না পাওয়ায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর রোগী কল্যান সমিতির উদ্যোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
৮ অক্টোবর ভোর সোয়া ৫ টার দিকে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান সহকারী স্টেশন মাস্টার সোহরাব হোসেন।
আহত মিনতি রাণীর (৫০) বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার পচার বাজারে বলে জানা গেছে।
সহকারী স্টেশন মাস্টার বলেন, রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি ষ্টপেজ দিলে তড়িঘড়ি করে নামতে গিয়ে পা পিছলে মিনতি রাণী পড়ে যায়। এতে তার বাম পায়ের গোড়ালির ওপর থেকে কাটা পড়ে।
তাৎক্ষণিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মিনতি রাণীকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান বলেন, মিনতি রাণীর বাম পা গোড়ালির ওপর থেকে বিচ্ছন্ন হয়ে গেছে। তার কোনো আতœীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি। গুরুতর আহত রোগীনীও কারো নাম ঠিকানা বলার অবস্থায় ছিলেননা, প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা রোগী কল্যাণ সমিতির সহায়তায় তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী বলেন, মিনতি রাণীর পরিবারের খোঁজ পেতে আমরা বিভিন্নভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি এবং গাইবান্ধা থানায়ও বলা হয়েছে।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে ট্রেন থেকে নামতে পা কাটা পড়েছে নারী যাত্রীর
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৬:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- ৯০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ