পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: জেলার পীরগঞ্জ উপজেলার আরাজি আলমপুর গ্রামের জুযার ঘাটিতে অভিযান চালিয়ে ৪ জুয়ারীকে আটক করে ৯ এপ্রিল জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পীরগঞ্জ থানার এসআই এরশাদ আলীর নেতৃত্বে আভিযানিক দলটি ৮ এপ্রিল রাত ১১ টার দিকে জুয়ার ঘাটিতে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৪ জুযারী যথাক্রমে মৃত তদন্ত রায়ের ছেলে ধীরেন চন্দ্র রায়, মৃত বিলাস রায়ের ছেলে তাপস রায়, টেপু রায়ের ছেলে বিজয় চন্দ্র রায় ও ক্ষিরত চন্দ্র রাযের ছেলে দীপু রায়কে আটক করে পুলিশ। আটককৃতদের সকলের বাড়ী আলমপুর গ্রামে। আটক জুয়ারীদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা রুজু করে ঠাকুরগাঁও জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম
পীরগঞ্জে জুয়ার ঘাটি থেকে ৪ জুয়ারী আটক
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৪:২৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- ৫৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ