এএইচ লিটন::ডায়াবেটিস চিকিৎসার উন্নয়ন ও সহযোগীতায় সরকারের কোন কমতি নেই। ডায়াবেটিস চিকিৎসা ও রোগ প্রতিরোধে এখন উপজেলা পর্যায়ে চিকিৎসক সহ উন্নয়নের ছোঁয়া লেগেছে, এতে বর্তমান সরকার বিভিন্ন সহযোগীতা ও অর্থ বরাদ্দ দিয়ে ডায়াবেটিস হাসপাতাল উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে চলছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি রানীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের এক সমাবেশে যাওয়ার পথে পীরগঞ্জের ডায়াবেটিস হাসপাতাল চত্বরে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন। সমাবেশে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা- উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন দেশ এগিয়ে যাচ্ছে, সেই সাথে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। এক্ষেত্রে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের উন্নয়ন ও উন্নত চিকিৎসা ব্যবস্থা করনে বিশেষ অর্থ বরাদ্দ দেওয়ার ঘোষনা করেন তিনি। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁও জেলা সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা- উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুস সোবহান, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ও ডিএন কলেজের ভাইস প্রিন্সিপাল ফয়জুল ইসলাম প্রমুখ। পরে তিনি রানীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলার শাখার কৃষক, ভূমিহীন, বাস্তহারা ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে প্রধান অতিথি হিসাবে আয়োজিত সমাবেশে যোগ দেন।
সংবাদ শিরোনাম
ডায়াবেটিস চিকিৎসার উন্নয়ন সহযোগীতায় সরকারের কমতি নেই -সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০২:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮
- ৩৮৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ