আজম রেহমান,সারাদিন ডেস্ক।:: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর (ভাতারমাড়ী) ফার্ম নামক স্থানে বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে পুলিশের গুলিতে এক মাদক ব্যবসায়ি নিহত এর্ং মাদক ব্যবসায়ী চক্রের গুলিতে বালিয়াডাঙ্গী থানার ওসি সহ ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
আজ বুধবার ভোর ৪ টার দিকে সশস্ত্র মাদক ব্যবসায়িদের সাথে পুলিশের এই কথিত বন্দুকযুদ্ধ আলতাফুর রহমান নামে ১ মাদক ব্যবসায়ি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আহত হয়েছে বালিয়াডাঙ্গী থানার ওসি সাজেদুর রহমানসহ ২ পুলিশ ।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী দুই থানার পুলিশের এক যৌথ অভিযানের সময় মাদক ব্যবসায়িরা গুলি চালালে পুলিশ পাল্টা গুলি চালায়।
এ সময় মাদক ব্যবসায়িদের গুলিতে আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধিন আছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানসহ ২ পুলিশ কর্মকর্তা। এদিকে এই অভিযানকে যৌথ অভিযান বলা হলেও পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিরুজ্জামান বলেন, অভিযানটি বালিয়াডাঙ্গী থানা পুলিশের। এ ব্যাপারে তার কিছু জানা নেই।
পুলিশ জানায়, এ ব্যাপারে আজ বুধবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে মাদক ব্যবসায়ী চক্রের বন্দুকযুদ্ধে নিহত ১: ওসিসহ ২ পুলিশ কর্মকর্তা আহত
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১২:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
- ৫৪৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ