স্টাফ করেসপন্ডেন্ট : রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে মামুন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন বলেন জানিয়েছে পুলিশ। মতিঝিল থানাধীন ফকিরাপুলের একটি আবাসিক হোটেক থেকে শনিবার বিকেলে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। পরবর্তীতে রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে মতিঝিল থানার থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রাব্বানী জানান, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি বলেন, মৃত ব্যক্তি ফুটপাতে গেঞ্জি বিক্রি করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায় জেলায়। প্রায় সময় ওই হোটেলেই থাকতেন তিনি। এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহত মানুষের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
সংবাদ শিরোনাম
ফকিরাপুলের আবাসিক হোটেলে যুবকের লাশ
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৫:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ জুন ২০১৮
- ৩১৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ