আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁও সদর উপজেলা গিলাবাড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ের তিনতলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও ১আসনের এমপি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি এ ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। গিলাবাড়ী স্কুলকমিটির সভাপতি আহমেদ রেজার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জেলাপরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহা.সাদেক কুরাইশী,সহ-সভাপতি এ্যাডভোকেট মুকবুল হোসেন বাবু, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক রুবেল,কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিন,গিলাবাড়ী স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিব ও প্রেসক্লাব সভাপতি মুনসুর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি রমেশচন্দ্র সেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।