আজম রেহমান,সারাদিন ডেস্ক::ঠাকুরগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্দ্ধ-১৭) ফাইনাল খেলায় ঠাকুরগাঁও পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার ২১ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঠাকুরগাঁও পৌরসভা দল ১-০ গোলে ঠাকুরগাঁও সদর উপজেলা দলকে পরাজিত করে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে খেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান, পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রাহমান বাবু,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও পৌরসভা দল ও রানার্স আপ ঠাকুরগাঁও সদর উপজেলা দলকে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্দ্ধ-১৭) তে জেলা পর্যায়ে ২টি গ্রুপে ৬ টি টিম অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও পৌরসভা অনুর্দ্ধ-১৭ টিম পরবর্তিতে রংপুরে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।