মঙ্গলবার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৪ ফেব্রুয়ারি শনির আখড়া ফুটওভার ব্রিজের ওপরে এক কিশোরীকে গালিগালাজ ও মারধর করার অভিযোগ ছিলো। সেই ঘটনাটি ১৬ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইং থেকে বিষয়টি আমাদের জানানো হয়। কিন্তু ওই তরুণ পালিয়ে যাওয়ায় তাকে ধরতে কিছুটা বেগ পেতে হয়।
ভিডিওটিতে দেখা যায়, শনির আখড়া ফুট ওভার ব্রিজের ওপর পথচারীদের উপস্থিতিতেই এক কিশোরীকে অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগালি করছে এবং নির্বিচারে মাথায় ও গালে আঘাত করছে এক যুবক। ঘটনাস্থলে যুবকের সঙ্গে একটি মেয়েসহ আরো কয়েকজন উপস্থিত ছিল।
ভিডিওতে কোনও নাম ঠিকানা বা কোনও প্রাসঙ্গিক তথ্য না থাকায় গোয়েন্দাদের মাধ্যমে অভিযুক্তের নাম পরিচয় বের করা হয়। তার নাম সাদ্দাম হোসেন ওরেফে হৃদয়। বাসা যাত্রাবাড়ীতে। গতকাল সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, হৃদয় টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার বিকৃত অদ্ভুত স্টাইল প্রচার করে মেয়েদেরকে কৌশলে আকৃষ্ট করতো। পরে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করতো। এছাড়া, বিভিন্ন সময় মেয়েদেরকে জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করতো। একইসঙ্গে মেয়েদের উত্যক্ত ও সম্ভ্রমহানি করতো হৃদয়।
পুলিশ জানায়, আটককৃত সাদ্দাম হোসেন ওরফে হৃদয় একটি হত্যা মামলারও পলাতক আসামি।