পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে বড় দুই দলের প্রার্থী না থাকায় ভোট উৎসব মুখর হচ্ছে না।
পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার এ আসনে ৪ জন প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে জাপার প্রার্থী সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী ডিএন ডিগ্রি কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় এর মধ্যে লড়াই হবে বলে ভোটাররা জানান।
এ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে জাপার এমপি হাফিজ উদ্দিন আহম্মেদ (লাঙ্গল প্রতীক), ওয়ার্কার্স পার্টির অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (হাতুরি প্রতীক), বিকল্প ধারার এসএম খলিলুর রহমান সরকার (কুলা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী আশা মনি (ঈগল পাখি প্রতীকে) নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচন্ড শীত, শৈত প্রবাহ ও ঘন কুয়াশা কে উপেক্ষা করে নিজ নিজ দলের প্রার্থী ও কর্মীরা নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনেকেই এলাকার উন্নয়নে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন।
এ আসনে জাপার প্রার্থীর যথেষ্ট ভোট ও প্রভাব থাকলেও ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিন্দু সম্প্রদায়ের হওয়ায় সংখ্যালঘুদের প্রায় ৯০ হাজার ভোট গোপাল চন্দ্র রায়ের দিকে ঝুকছে। এছাড়া আওয়ামীলীগ একাংশ, ওয়ার্কার্স পার্টির ভোট ও শিক্ষক সম্প্রদায়ের অনেক ভোট তিনি পাবেন বলে ভোটাররা জানান।
ফলে ওয়ার্কার্স পার্টির এ প্রার্থীকে দুই উপজেলার ভোটাররা হেভি ওয়েট প্রার্থী হিসেবে দেখছেন। ফলে জাপা ও ওয়ার্কার্স পার্টির মধ্যে এ আসনে লড়াই হবে বলে বৃহস্পতিবার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে।