ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি ঠাকুরগাওয়ে ৩ দফা দাবীতে চাকুরীচ্যুৎ ও জেলবন্দি বিডিআর পরিবারের মানববন্ধন ৪৩তম বিসিএস: সহকারী কমিশনার হলেন ২৬৭ কর্মকর্তা টিসিবির ট্রাক সেল ফের চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে: সড়ক উপদেষ্টা ‘শুল্ক ও করহার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী’ ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা রুখতে ঐক্য জরুরি: ফখরুল খালেদার চিকিৎসায় সুবিধা দেওয়ায় কাতার ও যুক্তরাজ্যকে ধন্যবাদ দিল বিএনপি চলচ্চিত্র তারকা প্রবীর মিত্রের শেষ বিদায়, ইসলামী রীতিতে দাফন

ঠাকুরগাঁওয়ে পূর্বের জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের উপর হামলা আদালতে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর ১০নং জামালপুর ইউনিয়ন শীবগঞ্জে পূর্ব পারপুগী গ্রামে পূর্বের জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের উপর হামলা এবং আদালতে মামলা দায়ের হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ চৌরাস্তা সোনালী ব্যাংকের সামনে নিজেস্ব ক্রয়কৃত জমি খোষ কবলা নং ২৬৫৪ দলিল মূলে ৫৪ বছর যাবৎ দখল ও ভোগকৃত সম্পত্তির উপর মাার্কেট নির্মানের কাজ শুরু করে ডা. মবিনুল ইসলাম নির্মান কাজ প্রায় অর্ধেক সম্পুর্ণ হলে মামলার অন্তভূক্ত আসামীগণ ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলে জানান মবিনুল ইসলাম, মার্কেট নির্মাণ কাজ অন্যায় ভাবে বন্ধ রাখে। পরে মবিনুল ইসলাম ১৯শে এপ্রিল ২০১৯ ইং তারিখে চারজন শ্রমিক নির্মাণ কাজ শুরু করিলে ১নং আসামীর নেতৃত্বে অপারাপর সকল আসামীগণ ৫লক্ষ টাকা চাঁদা দাবি করে। বে-আইনি জনতা দলবদ্ধ ভাবে ধারোলে অস্ত্র ছোরা লাঠি সোঠা সজ্জ্বিত নিয়ে উক্ত মার্কেটের অনাধিকার প্রবেশ করে। নির্মাণ শ্রমিকদের নির্মাণ কাজ জোরপূর্বক বে-আইনি ভাবে বাধাগ্রস্থ করেন। এবং কাজ বন্ধ করার সকল অপকৌশল প্রয়োগ করে। কৌশলে আসমীগণ মরিচের গুড়া মিশ্রিত পানি উক্ত নির্মাণাধীন কাজের শ্রমিকদের উপর চোখে মুখে ছিটাইয়া দেন। উল্লেখ্য যে, বাদী মোবিনুল ইসলাম, তার ভাই মহসিন আলী সহ ৫জন ব্যক্তিকে গুরুত্বর জখম ও আহত করে। পরে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতলে চিকিৎসা নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাদী মোবিনুল হকের ভাই মহসিন আলীকে ও তার কন্যাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভাবে রেফার্ড করা হয়। এমতাবস্তায় মামলার তালিকা ভুক্ত আসামীগণের বিরুদ্ধে মবিনুল ইসলাম বলেন আসামীগণ যখন যেকোন অবস্থায় আমার পরিবারের উপর আক্রমণ করিতে পারে। এছাড়াও ক্ষতি সাধন করার উদ্দেশ্যে ঘর পোড়াসহ মামলাসহ ভয় ভীতি প্রয়োগ করে। আসামীগণদের ব্যবহারে আশেপাশের লোকজন অতিষ্ঠ্য হয়ে ভয়ে দিনযাপন করিতেছে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। আদালত যা সিদ্ধান্ত দিবে বা রায় দিবে তফসিল বর্ণিত সম্পত্তির ৫৪ বছর দখল থাকার পরেও এখন আদালতের রায়ের অপেক্ষায় আছি। এলাকাবাসীর সূত্রে জানা যায় জমি সংক্রান্ত জের ধরে দুই পক্ষের মামলা চলিতেছে। মামলার বাদী মবিনুল ইসলামের ভাই মহসিন আলী বলেন প্রতিপক্ষগণ মোঃ আলী হোসেন, মোঃ শরিফুল ইসলাম বুধু, মোঃ আইনুল হক, মোখলেসুর ও নাসিরুল সহ একাধিক আসামীর বিরুদ্ধে আমার ভাই মবিনুল ইসলাম ফৌজদারী কার্যবিধি ১০৭/১১৭ কার্যবিধান মতে প্রতিপক্ষগণ পর সম্পদ লোভী দাঙ্গাবাজ মামলাবাজ সন্ত্রাসী প্রকৃতির লোকজন। তাই আমরা আতঙ্কে আছি। এবং আমাদের ৫জনকে গুরুত্বর জখম করে ডান হাত ভেঙ্গে দিয়েছে। পরে ঐ বাদীর লোকজন আরও বলেন আমাদের জমি জোর পূর্বক দখল করার অপকৌশল খাটাচ্ছে না হলে টাকা পয়সা যাচ্ছে। এমতাবস্তায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। উক্ত মামলার বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার সাব ইন্সপেক্টর চন্দন কুমার ঘোষ জানান মামলা নং ০৪/১৬৫ জমি সংক্রান্ত জের ধরে মামলা আছে। পরে আসামীগণের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে শরিফুল ইসলাম বুধু বলে পরে দেখা করবো। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হাসান আলীর বাড়ি পোড়া অবস্থায় আছে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি

ঠাকুরগাঁওয়ে পূর্বের জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের উপর হামলা আদালতে মামলা

আপডেট টাইম ১২:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর ১০নং জামালপুর ইউনিয়ন শীবগঞ্জে পূর্ব পারপুগী গ্রামে পূর্বের জমি সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের উপর হামলা এবং আদালতে মামলা দায়ের হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ চৌরাস্তা সোনালী ব্যাংকের সামনে নিজেস্ব ক্রয়কৃত জমি খোষ কবলা নং ২৬৫৪ দলিল মূলে ৫৪ বছর যাবৎ দখল ও ভোগকৃত সম্পত্তির উপর মাার্কেট নির্মানের কাজ শুরু করে ডা. মবিনুল ইসলাম নির্মান কাজ প্রায় অর্ধেক সম্পুর্ণ হলে মামলার অন্তভূক্ত আসামীগণ ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলে জানান মবিনুল ইসলাম, মার্কেট নির্মাণ কাজ অন্যায় ভাবে বন্ধ রাখে। পরে মবিনুল ইসলাম ১৯শে এপ্রিল ২০১৯ ইং তারিখে চারজন শ্রমিক নির্মাণ কাজ শুরু করিলে ১নং আসামীর নেতৃত্বে অপারাপর সকল আসামীগণ ৫লক্ষ টাকা চাঁদা দাবি করে। বে-আইনি জনতা দলবদ্ধ ভাবে ধারোলে অস্ত্র ছোরা লাঠি সোঠা সজ্জ্বিত নিয়ে উক্ত মার্কেটের অনাধিকার প্রবেশ করে। নির্মাণ শ্রমিকদের নির্মাণ কাজ জোরপূর্বক বে-আইনি ভাবে বাধাগ্রস্থ করেন। এবং কাজ বন্ধ করার সকল অপকৌশল প্রয়োগ করে। কৌশলে আসমীগণ মরিচের গুড়া মিশ্রিত পানি উক্ত নির্মাণাধীন কাজের শ্রমিকদের উপর চোখে মুখে ছিটাইয়া দেন। উল্লেখ্য যে, বাদী মোবিনুল ইসলাম, তার ভাই মহসিন আলী সহ ৫জন ব্যক্তিকে গুরুত্বর জখম ও আহত করে। পরে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতলে চিকিৎসা নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাদী মোবিনুল হকের ভাই মহসিন আলীকে ও তার কন্যাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভাবে রেফার্ড করা হয়। এমতাবস্তায় মামলার তালিকা ভুক্ত আসামীগণের বিরুদ্ধে মবিনুল ইসলাম বলেন আসামীগণ যখন যেকোন অবস্থায় আমার পরিবারের উপর আক্রমণ করিতে পারে। এছাড়াও ক্ষতি সাধন করার উদ্দেশ্যে ঘর পোড়াসহ মামলাসহ ভয় ভীতি প্রয়োগ করে। আসামীগণদের ব্যবহারে আশেপাশের লোকজন অতিষ্ঠ্য হয়ে ভয়ে দিনযাপন করিতেছে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। আদালত যা সিদ্ধান্ত দিবে বা রায় দিবে তফসিল বর্ণিত সম্পত্তির ৫৪ বছর দখল থাকার পরেও এখন আদালতের রায়ের অপেক্ষায় আছি। এলাকাবাসীর সূত্রে জানা যায় জমি সংক্রান্ত জের ধরে দুই পক্ষের মামলা চলিতেছে। মামলার বাদী মবিনুল ইসলামের ভাই মহসিন আলী বলেন প্রতিপক্ষগণ মোঃ আলী হোসেন, মোঃ শরিফুল ইসলাম বুধু, মোঃ আইনুল হক, মোখলেসুর ও নাসিরুল সহ একাধিক আসামীর বিরুদ্ধে আমার ভাই মবিনুল ইসলাম ফৌজদারী কার্যবিধি ১০৭/১১৭ কার্যবিধান মতে প্রতিপক্ষগণ পর সম্পদ লোভী দাঙ্গাবাজ মামলাবাজ সন্ত্রাসী প্রকৃতির লোকজন। তাই আমরা আতঙ্কে আছি। এবং আমাদের ৫জনকে গুরুত্বর জখম করে ডান হাত ভেঙ্গে দিয়েছে। পরে ঐ বাদীর লোকজন আরও বলেন আমাদের জমি জোর পূর্বক দখল করার অপকৌশল খাটাচ্ছে না হলে টাকা পয়সা যাচ্ছে। এমতাবস্তায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। উক্ত মামলার বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার সাব ইন্সপেক্টর চন্দন কুমার ঘোষ জানান মামলা নং ০৪/১৬৫ জমি সংক্রান্ত জের ধরে মামলা আছে। পরে আসামীগণের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে শরিফুল ইসলাম বুধু বলে পরে দেখা করবো। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হাসান আলীর বাড়ি পোড়া অবস্থায় আছে।