নিজস্ব প্রতিবেদক::নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীনকে স্থানীয় সরকার বিভাগের সচিব করে বদলি করা হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. জমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।একই প্রজ্ঞাপনে আরও তিন সচিবকে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ কাউন্সিলের চেয়ারম্যান শাহীন আহমেদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবলায়ের সচিব হেলালুদ্দীন আহমদকে স্থানীয় সরকার বিভাগের সচিব করা হয়েছে।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) কে এম আলী আজমকে শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।