অনলাইন ডেস্ক::সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদুকের দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক আহসানুল কবীরের নেতৃত্বে একটি টিম অভিযানে আসে।
অভিযানে দুদক টিম হাসপাতালের বাসা বরাদ্দের অনিয়ম ঔষুধের হিসাব গড়মিল ডিএসএফ প্রকল্পের অনিয়মত, প্যাথলজি বন্ধ ও উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ড. আবুল কাশেমকে অনুপস্থিত পেয়েছেন। দুদকের টিম হাসপাতালে প্রায় ২ ঘন্টা ধরে অফিসের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীদের সাথে কথা বলেন এবং কাগজপত্র পরিক্ষা নিরীক্ষা করেন। সাধারণ মানুষও দুদক টিমের নিকট হাসাপাতালের অনিয়ম সম্পর্কে অবহিত করেন।
অভিযান শেষে দুদকের দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক আহসানুল কবীর সাংবাদিকদের নিকট প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, হাসপাতালে বাসা বরাদ্দ, ঔষুধের হিসাব গড়মিল, প্যাথলজি বন্ধ, ডিএসএফ প্রকল্প অনিয়মসহ প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন না। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন, প্রতিষ্ঠানের প্রধান দাপ্তরিক কাজে বাহিরে রয়েছেন।