ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট::অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ ও প্রগতিশীল ছাত্র জোট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পৃথক পৃথক ভাবে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মঙ্গরবার ও রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি আইরিন পারভীন লুনা, সাধারণ সম্পাদক সূচরিতা দেব, সাংগঠনিক সম্পাদক শাহানাজ বেগম পারুল, প্রশিক্ষন, গবেষনা ও পাঠাগার সম্পাদক রোমা ঘোষ, হরিপুর উপজেলা শাখা আহ্বায়ক সাবিনা ইয়াসমিন রিপা, ঠাকুরগাঁও উদিচির সহ-সভাপতি রেজাওয়ানুল হক রিজু, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক হোসেন শান্তি,জেলা বাসদের সমন্বয়কারী মাহাবুব হোসেন রুবেল, ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর, আহসানুল হাবীব বাবু, উদিচির সহ-সভাপতি রেজাওয়ানুল হক রিজু, সমাজকর্মী মাসুদ রানা সুবর্ণ প্রমূখ।
বক্তারা এসময় জাফর ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, জাফর ইকবালের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না। বিভিন্ন সময় যখন হামলা হয় তখন আমরা দেখেছি কীভাবে সেগুলোকে ধামাচাপা দেয়া হয়েছে। কীভাবে বিচারহীনতার ভুগছে সাধারণ মানুষ। এই হামলার ঘটনা প্রমাণ করে দেশের মানুষরা ও আমরা কেউ নিরাপদ নই।
উল্লেখ্য, গত শনিবার শাবিতে একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে ড. জাফর ইকবালের উপর হামলা করে ফয়জুর রহমান নামের এক সন্ত্রাসী।