সারাদিন ডেস্ক:: ঠাকুরগাঁও সদর উপজেলায় ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় তার বাবা ও সৎ ভাইকে আটক করা করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার এসআই ভুষণ চন্দ্র বর্মন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি পশ্চিম মুন্সিপাড়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম (৩৭) কচুবাড়ি পশ্চিম মুন্সিপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে।
আটককৃতরা হলেন:- নিহতের বাবা দবিরুল ইসলাম (৫৫) ও সৎ ভাই সাইফুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, প্রায় সময় নানা কারণে রফিকুল ইসলামের সঙ্গে তার সৎ মা সালেহা খাতুন ও তার সৎ ভাই-বোনদের সঙ্গে ঝগড়া হতো। এ মৃত্যু সেসব ঝগড়ার জের বলে পুলিশের ধারণা। নিহতের কোমড়ের নিচ অংশে আঘাতের দাগ পাওয়া গেছে এবং সেসব দাগ থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ দেখা গেছে। এটি হত্যাকান্ড হতে পারে বলে পুলিশের সন্দেহ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, বাবা ও সৎ ভাই আটক
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০৬:৩৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
- ১০৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ