এক্ষেত্রে, ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।
সারাদিন ডেস্ক:: রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে ২০১৮ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়ে সাংবাদিকদের একথা জানান দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আলাল। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর তিন আসনটি শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে শূন্য আসনে নির্বাচনে বাধ্যবাধকতা আছে।
সংবাদ সারাদিন ডেস্ক : 














