ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের বি-আখড়া নামকস্থানে নৈশ্য কোচ নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১জন আহত হয়েছে অন্তত ১৪ জন। নিহত জনের নাম ইউসুফ (৩৪), তার বাড়ি চাঁদপুর জেলায়, তিনি নৈশ্য কোচের হেল্পার বলে বলে জানা গেছে। আহত ১৪জনের মধ্যে ৯জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকারগাঁওগামী নৈশ্য কোচ তাজ পরিবহন সদর উপজেলার বি-আখড়া জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে পৌছলে গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই যাত্রীবাহী বাসটি উল্টে ১৫জন আহত হয়। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কোচের হেল্পার ইউসুফ মারা যান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।