ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি ঠাকুরগাওয়ে ৩ দফা দাবীতে চাকুরীচ্যুৎ ও জেলবন্দি বিডিআর পরিবারের মানববন্ধন ৪৩তম বিসিএস: সহকারী কমিশনার হলেন ২৬৭ কর্মকর্তা টিসিবির ট্রাক সেল ফের চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে: সড়ক উপদেষ্টা ‘শুল্ক ও করহার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী’ ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা রুখতে ঐক্য জরুরি: ফখরুল খালেদার চিকিৎসায় সুবিধা দেওয়ায় কাতার ও যুক্তরাজ্যকে ধন্যবাদ দিল বিএনপি চলচ্চিত্র তারকা প্রবীর মিত্রের শেষ বিদায়, ইসলামী রীতিতে দাফন

বীরগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা মূলক সভা

মো.তোফাজ্জল হায়দার, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জের ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের খলসী উচ্চ বিদ্যালয়ে ২৫ আগষ্ট সকাল ১১টায় প্রদীপ রায় জিতু এর সভাপিত্বত্তে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ নূরনবী ইসলাম, সভাপিত, আলোকিত বীরগঞ্জ শিশু ফোরাম, উপস্থিত ছিলেন ইতি আক্তার, সম্পাদক, আলোকিত শিশু ফোরাম, আরও উপস্থিত ছিলেন উদয় মহন্ত, সাবিনা ইয়াসমিন সেতু, রাকেশ রায়। উপস্থিত ছিলেন রাইমন্ড হাসদা, শিশু সুরক্ষা অফিসার, বীরগঞ্জ এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ। আরও উপস্থিত ছিলেন সকল শিশু ফোরামের সদস্যবৃন্দ ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপিতবৃন্দ। উক্ত সভায় বক্তব্য রাখেন মোঃ নূরনবী ইসলাম, তিনি তার বক্তব্যে বলেন- আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সকল শিশু ফোরামকে একযোগে কাজ করতে হবে। শিশুরাই পারে শিশুদের পাশে দাড়াতে তাদের মনের কথা বুঝতে। আমরা শিশু “আমরাই পারি সকল শিশুর প্রতি শারীরিক সহিংসতা দূর করতে। আরও বক্তব্য রাখেন ইতি আক্তার, তিনি বলেন- শিশুদের সকল অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই শিশু ফোরাম গঠন করা হয়েছে। শিশুরা যাতে কোন প্রকার সহিংসতায় না পরে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শিশু সুরক্ষা অফিসার রাইমন্ড হাসদা বলেন- শিশু ফোরাম শিশুদের অধিকার নিশ্চিত করার একটি নিরাপদ সংগঠন। শিশুরা তাদের সকল সমস্যা কমিটির সভাপতিদের বলবে এবং সভাপতি সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবে। সেই সমস্যা সমাধান করার জন্য যতটুকু সাহায্য প্রয়োজন সেটি ওয়ার্ল্ড ভিশন বহন করবে। রাইমন্ড হাসদা শিশুদের উন্নয়ন মূলক কর্মকান্ড করার জন্য উৎসাহ প্রদান করেন। উক্ত সভার সভাপিত প্রদীপ রায় জিতু বলেন- আমরা শিশুদের জন্য কাজ করে আসছি ৫বছর ধরে। ৬নং নিজপাড়ায় সহিংসতায় পরে এরমক শিশু নেই বলেই চলে। আর এই সাফল্যের পিছনে শিশু ফোরামের ভূমিকা অপরিসীম। শিশু ফোরাম ৬নং নিজপাড়ায় কাজ করে বলেই বাল্যবিবাহ, শিশু শ্রম, নারী নির্যাতন দিন দিন কমে যাচ্ছে তিনি আরও বলেন যে আগামীতে ৬নং নিজপাড়ায় কোন প্রকার বাল্যবিবাহ, শিশু শ্রম ও নারী নির্যাতন হবে না। জনাব এমএ আব্দুল খালেক সরকার, চেয়ারম্যান এর সহযোগিতায় ২০২০ সালে ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদ কে বাল্যবিবাহ, শিশু শ্রম ও নারী নির্যাতন মুক্ত বলে ঘোষণা দিবেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি

বীরগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা মূলক সভা

আপডেট টাইম ০২:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯

মো.তোফাজ্জল হায়দার, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জের ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের খলসী উচ্চ বিদ্যালয়ে ২৫ আগষ্ট সকাল ১১টায় প্রদীপ রায় জিতু এর সভাপিত্বত্তে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ নূরনবী ইসলাম, সভাপিত, আলোকিত বীরগঞ্জ শিশু ফোরাম, উপস্থিত ছিলেন ইতি আক্তার, সম্পাদক, আলোকিত শিশু ফোরাম, আরও উপস্থিত ছিলেন উদয় মহন্ত, সাবিনা ইয়াসমিন সেতু, রাকেশ রায়। উপস্থিত ছিলেন রাইমন্ড হাসদা, শিশু সুরক্ষা অফিসার, বীরগঞ্জ এপি, ওয়াল্ড ভিশন বাংলাদেশ। আরও উপস্থিত ছিলেন সকল শিশু ফোরামের সদস্যবৃন্দ ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপিতবৃন্দ। উক্ত সভায় বক্তব্য রাখেন মোঃ নূরনবী ইসলাম, তিনি তার বক্তব্যে বলেন- আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সকল শিশু ফোরামকে একযোগে কাজ করতে হবে। শিশুরাই পারে শিশুদের পাশে দাড়াতে তাদের মনের কথা বুঝতে। আমরা শিশু “আমরাই পারি সকল শিশুর প্রতি শারীরিক সহিংসতা দূর করতে। আরও বক্তব্য রাখেন ইতি আক্তার, তিনি বলেন- শিশুদের সকল অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই শিশু ফোরাম গঠন করা হয়েছে। শিশুরা যাতে কোন প্রকার সহিংসতায় না পরে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শিশু সুরক্ষা অফিসার রাইমন্ড হাসদা বলেন- শিশু ফোরাম শিশুদের অধিকার নিশ্চিত করার একটি নিরাপদ সংগঠন। শিশুরা তাদের সকল সমস্যা কমিটির সভাপতিদের বলবে এবং সভাপতি সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবে। সেই সমস্যা সমাধান করার জন্য যতটুকু সাহায্য প্রয়োজন সেটি ওয়ার্ল্ড ভিশন বহন করবে। রাইমন্ড হাসদা শিশুদের উন্নয়ন মূলক কর্মকান্ড করার জন্য উৎসাহ প্রদান করেন। উক্ত সভার সভাপিত প্রদীপ রায় জিতু বলেন- আমরা শিশুদের জন্য কাজ করে আসছি ৫বছর ধরে। ৬নং নিজপাড়ায় সহিংসতায় পরে এরমক শিশু নেই বলেই চলে। আর এই সাফল্যের পিছনে শিশু ফোরামের ভূমিকা অপরিসীম। শিশু ফোরাম ৬নং নিজপাড়ায় কাজ করে বলেই বাল্যবিবাহ, শিশু শ্রম, নারী নির্যাতন দিন দিন কমে যাচ্ছে তিনি আরও বলেন যে আগামীতে ৬নং নিজপাড়ায় কোন প্রকার বাল্যবিবাহ, শিশু শ্রম ও নারী নির্যাতন হবে না। জনাব এমএ আব্দুল খালেক সরকার, চেয়ারম্যান এর সহযোগিতায় ২০২০ সালে ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদ কে বাল্যবিবাহ, শিশু শ্রম ও নারী নির্যাতন মুক্ত বলে ঘোষণা দিবেন।