রাণীশংকৈল প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাণীশংকৈল ডিগ্রি কলেজ আয়োজিত আলোচনা অনুষ্ঠান,কবিতা আবৃত্তি ও দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
রাণীশংকৈল ডিগ্রি কলেজে শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান-
কলেজ অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক,উপাধ্যক্ষ জামালউদ্দিন,গভর্নিং বডির সদস্য কুশমত আলী ও কামাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি জনাব সফিকুল আলম, প্রভাষক জনাব আশরাফ আলী, প্রথম বর্ষের ছাত্র ইব্রাহিম প্রমূখ।
অনুষ্ঠান শেষে ৫০০ গাছের চারা ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জনাব প্রশান্ত বসাক।