ঠাকুরগাঁও প্রতিনিধিঃকরোনা পরিস্থিতিতে লকডাউন ঠাকুরগাঁওয়ে বিভিন্ন জেলা থেকে কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহকারি ট্রাক ড্রাইভারদের মালামাল খালাশ করে ঠাকুরগাঁও ত্যাগ করার কথা থাকলেও কিছু কিছু পেট্রোল পাম্পে ট্রাক ড্রাইভারদের থাকার বন্দোবস্ত করাসহ ড্রাইভার-হেলপাররা গোসল সেরে এলাকায় ঘুওে বেড়াচ্ছে এমন অভিযোগ পেয়ে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে শহরের অভিযান চালিয়ে পঞ্চগড়-ঠাকুরগাও রোডের পাশের জাফর ফিলিং স্টেশন ও আলহাজ্ব মনসুর আলী ফিলিং স্টেশনকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত জীবানু নাশক ছড়ানোর জন্য স্প্রেহেড বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় বাসস্ট্যান্ডের জনতা বীজ ভাÐারের মালিক শহরের শান্তিনগরের বাসিন্দা শফি কামাল(৩৪)কে এক হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পেশকার বজলুর রহমানসহ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন জানান, বহিরাগত ট্রাকচালক-হেলপাররা ঠাকুরগাঁওয়ে পণ্য নামিয়ে চলে যাওয়ার কথা থাকলেও শহরের দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে রাজশাহী, মানিকগঞ্জ, পাবনা জেলার ট্রাকচালক ও হেলপারদের অবাধে ঘুড়ে বেড়াতে দেখা যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ফিলিং স্টেশন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের পেট্রোল পাম্পগুলোতে অবাধ বিচরণ ২ মালিককে জরিমানা
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০২:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- ১০৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ