ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁওয়ে নির্বাচিত ১শ’ পাট চাষীকে প্রশিক্ষন ও চাষীদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার বিতরন করা হয়েছে। ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত পৃথক পৃথকভাবে এই কার্যক্রম চলে। উপজেলা পরিষদ হলরুমে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাট উৎপাদনকারীদের মাঝে বিনামূল্যে এসব রাসায়নিক সার বিতরন করা হয়।
চাষী প্রশিক্ষন ও সার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর পাট বিভাগের সহকারী পরিচালক মো.মোশাররফ হোসেন, পাট মুখ্য পাট পরিদর্শক আবু এহিয়া, সহকারী পাট উন্নয়ন অফিসার ঝরনা বেগম প্রমুখ। ২টি গ্রুপে ৫০ জন করে নির্বাচিত পাটচাষীকে এই প্রশিক্ষন ও বিঘা প্রতি ১২ কেজি করে রাসায়নিক সার বিনামুল্যে বিতরন করা হয়।