ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাংবাদিক আব্দুর রহমান মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা হজরত সোলায়মান (আ.) ও রানি বিলকিসের ঘটনা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন কখন পড়বেন সরকারি প্রকল্পের শিশু দিবাযত্ন কেন্দ্রে আসন পেতে মায়েদের ছোটাছুটি শনিবার খোলা থাকায় বাড়তি সুবিধা পাচ্ছেন বিআরটিএ গ্রাহক আন্দোলনকারী কর্মকর্তাদের ‘কঠোর বার্তা’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী: সিইসি পুনরুজ্জীবিত হচ্ছে পদ্মা সেতু ‘দুর্নীতি’ মামলা ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে অন্তর্বর্তী সরকারকে ১৫ দিন সময়

দারাজ নিয়ে এলো ‘১০.১০’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক::দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ও আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তৃতীয়বারের মত আয়োজন করেছে দারাজ ১০.১০ সেল ক্যাম্পেইন। ১০ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় দারাজে থাকবে বিশাল ডিসকাউন্টে লাখ লাখ পণ্য, মেগা ভাউচার, হ্যাপি আওয়ার, অ্যাপ ভিজিট পয়েন্ট, মিশন 10.10, নিউ ইউজার বোনাস ও মেগা ডিলসহ অসংখ্য সব আকর্ষণীয় অফার।

ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে থাকছে স্টুডিও এক্স, ডেটল, এস্কয়ার ইলেক্ট্রনিক্স, ডোমেক্স, ডাবর হানি, অরিয়ন ফুটওয়্যার এবং ব্র্যান্ড পার্টনার হিসেবে থাকছে প্যারাসুট ন্যাচারাল, ভিট, খাস ফুড, টিপি লিঙ্ক, ইমামি, আকিজ প্লাস্টিক, ওয়াল্টন ডিজিটেক, ওয়াইল্ড স্টোন।

বিশ্বের সবচেয়ে বড় শপিং ইভেন্ট ইলেভেন ইলেভেন (daraz 11.11 sale) এর পূর্বপ্রস্তুতি হিসেবে গ্রাহকদের জন্য বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যেখানে থাকবে আসন্ন ক্যাম্পেইনটির আকর্ষণগুলোর হালকা কিছু ঝলক।

ইভেন্টে ফ্যাশন প্রোডাক্ট, ইলেক্ট্রনিক এক্সেসরিজ, হোম-লিভিং, বিউটি-হেলথ এবং বেবি-টয় -এর মত ক্যাটাগোরির পণ্য ছাড়াও সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ২০,৩৯০ টাকায় রিয়েলমি ৬ -৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম, মাত্র ১৬,৭৯৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এম ২১ ফোন (Samsung Galaxy M21) -৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম, নেভিফোর্স ব্ল্যাক লেদার মেন্স রিস্ট ওয়াচ মাত্র ১,৯৫০ টাকায়, স্যামসাং ৪৩ 4k স্মার্ট ইউএইচডি টিভি মাত্র ৫১,৯৫৫ টাকায় এবং কেমেই ফাইভ ইন ওয়ান গ্রুমিং কিট অ্যান্ড ট্রিমার মাত্র ১,৩২৯ টাকায়।

অনলাইন উৎসবটিতে গ্রাহকদের জন্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আপ্পো এফ ১৭ লাকি অরেঞ্জ বক্স ফোন, যা লঞ্চ হবে ১০ই অক্টোবর এবং এটি পাওয়া যাবে শুধুমাত্র দারাজ (daraz.com.bd) ফ্ল্যাশ সেলে। ১০.১০ ক্যাম্পেইনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা উপলক্ষ্যে প্রিমিয়াম ডিজাইনের আপ্পো এফ ১৭(oppo f17) লাকি অরেঞ্জ বক্সটি পাওয়া যাবে মাত্র ২৫,৯৯০ টাকায়।

এছাড়াও ক্যাম্পেইনের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে রিয়েলমি সেভেন সিরিজ ফোন। রিয়েলমি সেভেন আই (realme 7i) এর প্রথম অনলাইন সেল এক্সক্লুসিভলি শুরু হতে যাচ্ছে ১৩ই অক্টোবর শুধুমাত্র দারাজে।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক আব্দুর রহমান মারা গেছেন

দারাজ নিয়ে এলো ‘১০.১০’ ক্যাম্পেইন

আপডেট টাইম ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক::দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ও আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তৃতীয়বারের মত আয়োজন করেছে দারাজ ১০.১০ সেল ক্যাম্পেইন। ১০ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় দারাজে থাকবে বিশাল ডিসকাউন্টে লাখ লাখ পণ্য, মেগা ভাউচার, হ্যাপি আওয়ার, অ্যাপ ভিজিট পয়েন্ট, মিশন 10.10, নিউ ইউজার বোনাস ও মেগা ডিলসহ অসংখ্য সব আকর্ষণীয় অফার।

ইভেন্টটির কো-স্পন্সর হিসেবে থাকছে স্টুডিও এক্স, ডেটল, এস্কয়ার ইলেক্ট্রনিক্স, ডোমেক্স, ডাবর হানি, অরিয়ন ফুটওয়্যার এবং ব্র্যান্ড পার্টনার হিসেবে থাকছে প্যারাসুট ন্যাচারাল, ভিট, খাস ফুড, টিপি লিঙ্ক, ইমামি, আকিজ প্লাস্টিক, ওয়াল্টন ডিজিটেক, ওয়াইল্ড স্টোন।

বিশ্বের সবচেয়ে বড় শপিং ইভেন্ট ইলেভেন ইলেভেন (daraz 11.11 sale) এর পূর্বপ্রস্তুতি হিসেবে গ্রাহকদের জন্য বিশেষ এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে, যেখানে থাকবে আসন্ন ক্যাম্পেইনটির আকর্ষণগুলোর হালকা কিছু ঝলক।

ইভেন্টে ফ্যাশন প্রোডাক্ট, ইলেক্ট্রনিক এক্সেসরিজ, হোম-লিভিং, বিউটি-হেলথ এবং বেবি-টয় -এর মত ক্যাটাগোরির পণ্য ছাড়াও সেরা ৫টি উল্লেখযোগ্য ডিলের মধ্যে রয়েছে মাত্র ২০,৩৯০ টাকায় রিয়েলমি ৬ -৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম, মাত্র ১৬,৭৯৯ টাকায় স্যামসাং গ্যালাক্সি এম ২১ ফোন (Samsung Galaxy M21) -৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম, নেভিফোর্স ব্ল্যাক লেদার মেন্স রিস্ট ওয়াচ মাত্র ১,৯৫০ টাকায়, স্যামসাং ৪৩ 4k স্মার্ট ইউএইচডি টিভি মাত্র ৫১,৯৫৫ টাকায় এবং কেমেই ফাইভ ইন ওয়ান গ্রুমিং কিট অ্যান্ড ট্রিমার মাত্র ১,৩২৯ টাকায়।

অনলাইন উৎসবটিতে গ্রাহকদের জন্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আপ্পো এফ ১৭ লাকি অরেঞ্জ বক্স ফোন, যা লঞ্চ হবে ১০ই অক্টোবর এবং এটি পাওয়া যাবে শুধুমাত্র দারাজ (daraz.com.bd) ফ্ল্যাশ সেলে। ১০.১০ ক্যাম্পেইনের মধ্য দিয়ে যাত্রা শুরু করা উপলক্ষ্যে প্রিমিয়াম ডিজাইনের আপ্পো এফ ১৭(oppo f17) লাকি অরেঞ্জ বক্সটি পাওয়া যাবে মাত্র ২৫,৯৯০ টাকায়।

এছাড়াও ক্যাম্পেইনের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে রিয়েলমি সেভেন সিরিজ ফোন। রিয়েলমি সেভেন আই (realme 7i) এর প্রথম অনলাইন সেল এক্সক্লুসিভলি শুরু হতে যাচ্ছে ১৩ই অক্টোবর শুধুমাত্র দারাজে।