দুলাল হক: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গরুর খামারে কলার সাথে ইঁদুর মারা বিষ দেয়ায় এক খামারীর মূল্যবান ফ্রিজিয়ান গাভী মারা গেছে।
২৩ অক্টোবর সদর উপজেলার রুহিয়া থানার ঘনিমহেশপুর (অলিম পাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে।
গরুর মালিক আব্দুর রহমান জানান, কে বা কাহারা খামারে কলার সাথে ইঁদুর মারা বিষ মিশিয়ে আমার ফ্রিজিয়ান গাভিকে খেতে দেয়। গরুটির অবস্থা শঙ্কটাপন্ন হলে সদর উপজেলা পশু চিকিৎসকের শরনাপন্ন হই। কিন্তু ওষুধে কোন কাজ না করায় শনিবার গরুটি মারা যায়। গরুটির মুল্য প্রায় ১লক্ষ ১০ হাজার টাকা বলে জানান মালিক আব্দুর রহমান। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু।
সংবাদ শিরোনাম
রুহিয়ায় ইঁদুর মারা বিষ দিয়ে গরুর মৃত্যু
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ০১:৫৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- ১০৪ বার
Tag :