ঠাকুরগাঁও প্রতিনিধিঃঃ ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৪ জন। এদের মধ্যে ৩ জন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এবং একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। মঙ্গলবার (২৬ জানুয়ারি) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে স্বশরীরে উপস্থিত থেকে এসব মনোনয়ন প্রত্যাহার করেন প্রার্থীরা।
প্রত্যাহারকারীরা হলেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবলুর রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি তহমিনা আখতার মোল্লা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
বর্তমানে ৩ জন প্রার্থী পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দীতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের আন্জুমান আরা বন্যা, বিএনপির শরিফুল ইসলাম শরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হোসেন। তবে নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী সাংগঠনিক ও ব্যক্তি ক্যারিশমা কোনোদিক দিয়েই ভোটারদের মধ্যে কোনো প্রভাব না রাখতে পারায় আগামী ১৪ ই ফেব্রুয়ারী সরাসরি নৌকা ও ধানের শীষের মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হবে, যা অতীতেও হয়েছে। এ পৌরসভায় বর্তমান মেয়র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সরকারের অসহযোগিতায় পৌরবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার অভিযোগ এনে নির্বাচনে প্রার্থী হননি। এদিকে দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষমতাসীন দলের যাঁরা প্রার্থী ছিলেন তাঁরা সবাই প্রত্যাহার করায় দুই দলের কোনো বিদ্রোহী প্রার্থী আর থাকছে না। জেলা যুব লীগ সভাপতি আব্দুল মজিদ আপেল প্রচুর জড়ো হওয়া সমর্থকদের কাছে আওয়ামী মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানান। এদিকে যুব মহিলা লীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মোল্লাও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে বলেন, দল সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা সে অপেক্ষায় তিনি প্রার্থী হয়েছিলেন।