ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কঠোরভাবে পালিত হচ্ছে সর্বাত্নক লকডাউন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁওয়ে কঠোরভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের লকডাউন। আজ বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ব্যাপি এ লকডাউন চলছে৷
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরে কোথাও কোন গণপরিবহন চলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারি ও দুর পাল্লার বেশ কিছু কিছু অটোরিকশা ও রিকসা শহরে চলাচল করতে দেখা গেছে। রাস্তাঘাট ফাকা। মানুষের সমাগম অনেক কম রাস্তায় থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বেশ কিছু ভিড় আজ সকাল থেকে লক্ষ্য করা গেছে। এদিকে বিভিন্ন হাট বাজারে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। যেখানে স্বাস্খ্যবিধিও কম মানা হচ্ছে। তবে জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ বের হচ্ছেন না ৷ আর ব্যাংক বীমাসহ সকল ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও প্রশাসন লগডাউনে যথেষ্ট সচেষ্ট রয়েছেন। শহরের আর্টগ্যালারি, চৌরাস্তা, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে। তাছাড়াও জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে ও গ্রামে লকডাউন কঠোরভাবে পালনে প্রশাসনের একাধিক টিম কাজ করছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সকল প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ব্যাংক বীমা ও গণপরিবহন ও। আর মানুষে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানতে প্রশাসনের ৭-৮ টি টিম কাজ করছে শহরে ও গ্রামাঞ্চলে। আর ঠাকুরগাঁও শহরের করোনা পরিস্থিতি বর্তমানে অন্য জায়গার তুলনায় অনেক ভালো৷ আশা করি সকলে সরকারি নির্দেশনা মেনে চলবেন। আর যারা মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন বলেও জানান তিনি।
এদিকে জেলার অন্যতম বৃহত উপজেলা পীরগঞ্জেও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সক্রিয় তৎপরতায় সর্বাত্নক লকডাউন পালিত হ”েছ। শহরে লোক সমাগম একেবারে কম। নিতান্ত জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে বেরুননি কেউই। দিনভর উপজেলা নির্বাহি অফিসার মো. রেজাউল করিম ও সহকারী কমিশনার ভুমি মো. তরিকুল ইসলাম, এএসপি সার্কে ল মো. আহসান হাবীব প্রয়োজনীয় পুলিশ ফোর্স নিয়ে শহরের গুরুত্বপূর্ন স্থানগুলোতে ও নজরদারী অব্যাহত রেখেছেন। থানার অফিসার ইনজার্চ প্রদিপ কুমার রায়ও তার বাহিনী নিয়ে সর্বদা তৎপরতা দেখিয়ে চলেছেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে কঠোরভাবে পালিত হচ্ছে সর্বাত্নক লকডাউন

আপডেট টাইম ০৬:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁওয়ে কঠোরভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের লকডাউন। আজ বৃহস্পতিবার সকাল থেকে সারাদিন ব্যাপি এ লকডাউন চলছে৷
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরে কোথাও কোন গণপরিবহন চলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারি ও দুর পাল্লার বেশ কিছু কিছু অটোরিকশা ও রিকসা শহরে চলাচল করতে দেখা গেছে। রাস্তাঘাট ফাকা। মানুষের সমাগম অনেক কম রাস্তায় থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বেশ কিছু ভিড় আজ সকাল থেকে লক্ষ্য করা গেছে। এদিকে বিভিন্ন হাট বাজারে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। যেখানে স্বাস্খ্যবিধিও কম মানা হচ্ছে। তবে জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ বের হচ্ছেন না ৷ আর ব্যাংক বীমাসহ সকল ধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও প্রশাসন লগডাউনে যথেষ্ট সচেষ্ট রয়েছেন। শহরের আর্টগ্যালারি, চৌরাস্তা, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র‌্যাব, আনসারসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে। তাছাড়াও জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে ও গ্রামে লকডাউন কঠোরভাবে পালনে প্রশাসনের একাধিক টিম কাজ করছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সকল প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ব্যাংক বীমা ও গণপরিবহন ও। আর মানুষে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানতে প্রশাসনের ৭-৮ টি টিম কাজ করছে শহরে ও গ্রামাঞ্চলে। আর ঠাকুরগাঁও শহরের করোনা পরিস্থিতি বর্তমানে অন্য জায়গার তুলনায় অনেক ভালো৷ আশা করি সকলে সরকারি নির্দেশনা মেনে চলবেন। আর যারা মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন বলেও জানান তিনি।
এদিকে জেলার অন্যতম বৃহত উপজেলা পীরগঞ্জেও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সক্রিয় তৎপরতায় সর্বাত্নক লকডাউন পালিত হ”েছ। শহরে লোক সমাগম একেবারে কম। নিতান্ত জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে বেরুননি কেউই। দিনভর উপজেলা নির্বাহি অফিসার মো. রেজাউল করিম ও সহকারী কমিশনার ভুমি মো. তরিকুল ইসলাম, এএসপি সার্কে ল মো. আহসান হাবীব প্রয়োজনীয় পুলিশ ফোর্স নিয়ে শহরের গুরুত্বপূর্ন স্থানগুলোতে ও নজরদারী অব্যাহত রেখেছেন। থানার অফিসার ইনজার্চ প্রদিপ কুমার রায়ও তার বাহিনী নিয়ে সর্বদা তৎপরতা দেখিয়ে চলেছেন।