পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: পীরগঞ্জ শহরের পূর্বচৌরাস্তা মোরের ৪ টি দোকানে চালার টিন কেটে চাঞ্চল্যকর চুরির ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। সিসি টিভি ফুটেজের সূত্র ধরে পেশাদার ২ চোর কে আটক করে ২৯ ডিসেম্বর ঠাকারগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২৬ ডিসেম্বর রাতে অজ্ঞাতনামা চোরের দল শহরের থ্রি-ষ্টার মেশিনারিজ, সাইমুন ট্রেডার্স, খাদিজা ট্রেডার্স ও সূর্য ট্রেডার্স নামীয় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে চালের টিন কেটে দোকানের মালামাল তছনছ ও নগদ ৬ লক্ষাধিক টাকা চুরি করে চোরেরা। এ ঘটনায় থ্রি-ষ্টার মেশিনারিজ ও সাইমুন ট্রেডার্সের মালিক আলহাজ্ব খলিফর রহমানের ছেলে মামুনুর রশিদ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামী করে পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করলে, থানার এসআই মো. গাবুর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শহরের পূর্ব চৌরাস্তা এলাকায় থানার সিসিটিভি ও দোকানের ভিতরের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কুখ্যাত চোর রঘুনাথপুর গ্রামের মহসিন আলী ডিঙ্গা(৩২)-পিতা মৃত তোজাম্মেল হক, মুন্সিপাড়ার মামুন ছোটকা(২৮)-পিতা মজিবর রহমান কে আটক করে তাদেরকে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করেছে। এ ঘটনায় আটক ২ জন ছাড়া তাদের সহযোগী বাপ্পি(২৮) পিতা মানিক মিয়াকে আসামী করে পীরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২১, ধারা ৪৫৭/৪৬১/৩৮০ দ:বি:। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী বাপ্পি পালিয়ে আত্নরক্ষা করে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, চুরি সহ সামাজিক অপরাধ অপকর্ম রোধ করতেই কিছুদিন আগে থানা শহরের গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে সিসিটিভি স্থাপন করা হয়েছে, ফলে অপরাধ অনেকটা কমে গেছে এবং অপরাধীদের সনাক্ত করা এখন সামান্য সময়ের ব্যাপার হয়ে দ্বাড়িয়েছে।
সংবাদ শিরোনাম
সিসিটিভি’র কল্যানে পীরগঞ্জ শহরের চাঞ্চল্যকর চুরির ঘটনায় ২ চোর আটক
- সংবাদ সারাদিন ডেস্ক :
- আপডেট টাইম ১১:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- ১০০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ