নিউজ ডেস্ক,বোচাগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সামাজিক অনুষ্ঠানে দই খেঁয়ে বিভিন্ন এলাকার ৯জন অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
জানা গেছে, গতকাল বুধবার দুপুরে উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার মা-মনি সুইটস থেকে দই কিনে আব্দুল জলিলের মুরারীপুর গ্রামের বাড়ীতে একটি সামাজিক অনুষ্ঠানে দই আপ্পায়ন করা হয়। উক্ত দই খেঁয়ে রাতে বিভিন্ন এলাকার শিশু সহ ৯জন যথাক্রমে মেঘলা (৩), বৃথা (৪), ইরান (৬), আনিফা (৩), মুকুল (৩৫), মাহিন (৩), শান্ত (১৬), লাবিব (৪) ও আব্দুল্লাহ আল মুহিত (৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। বর্তমানে তারা বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ ব্যাপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ,এইচ,এ ডাঃ হেমন্ত কুরার রায় জানান, এটা ফুড পয়জনিং না। তবে জীবানুযুক্ত দই খেঁয়ে এরা অসুস্থ্য হতে পারে। মা-মনি সুইটস এর স্বত্বাধীকারী রফিম বিশ্বাস বলেন আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।