ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

অঢেল সম্পদের মালিক জমশেদ আলী অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: কে এই জমশেদ আলী। কি ভাবে এত অঢেল সম্পদের মালিক হলো। এই নিয়ে জল্পনা- কল্পনার শেষ নাই সাধারণ জনগণের মনে। জমশেদ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দূওসূও ইউনিয়নের লালাপুর গ্রামের  মৃত মোবারক আলীর ছেলে । তিনি বর্তমানে বড়বাড়ী ইউনিয়নের ফুলতলা গ্রামে বসবাস করেন। ৭১ এর যুদ্ধে আলবদর – রাজাকারদের সার্বিক সহযোগিতা হিসেবে মুক্তিযোদ্ধাদের খুন. গুম থেকে শুরু করে অনেক অপকর্মের লিপ্ত ছিলেন এই জমশেদ আলী । এখন অবৈধ ভাবে টাকার পাহাড় গড়ে তুলেছেন । সরজমিনে এলাকাবাসী সূত্রে জানা যায, তিনি ৭১ এর যুদ্ধে বালিয়াডাঙ্গী উপজেলা আলবদর- রাজাকারদের সার্বিক সহযোগি হিসেবে মুক্তিযোদ্ধাদের খুন ,গুম থেকে শুরু করে অপকর্মে জড়িয়ে ছিলেন । জমশেদ আলীর নাম এখনো রাজাকারের তালিকায় রয়েছে। মুক্তিযোদ্ধা শহীদ আসির উদ্দিন কে জবাই করে হত্যা করে লাশ গুম করে দেয় বলে জানান তারই সন্তান আমিরুল ইসলাম ( ৬০) , তিনি সাংবাদিকদেরকে আরো বলেন, তার পিতার হত্যার বিচার তিনি এখনো পর্যন্ত পাননি। এলাকাবাসী সূত্রে জানাযায়, তার ছোট ভাই ইমরান আলীর খতিয়ান নং ১৪ দাগ নং ৬৫৯১ জেল এল নং ৪২ জমি জবর দখল করে আছে জমশেদ আলী । সে শোকে ইমরান আলী মারা যায়। । সে সময় ইমরান আলী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেছিলেন তার বড় ভাই জমশেদ আলী বিরুদ্ধে । সে একজন কুখ্যাত রাজাকার তার দাপটে ইমরান আলী নিজের জমিটুকু ছেড়ে দিতে বাধ্য হয়েছে জমশেদ আলী কে। জমশেদ আলী ৭১এর যুদ্ধ শেষ হওয়ার পর বালিয়াডাঙ্গী থানার মৃত লাশ বহন করত । এই অবৈধ টাকা কোথায় থেকে এসেছে এলাকাবাসীর প্রশ্ন? তিনি এত টাকা পেলেন কোথায় ? বর্তমানে জমশেদ আলীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ । নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই বলেন,সে সময় তার ছোট ভাই ইমরান আলী জমশেদ আলীর বিরুদ্ধে দুদক , মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালযের বরাবর সহ বিভিন্ন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেছিলেন । এমনকি প্রশাসনিক ভাবে আমরা এলাকাবাসীও অভিযোগ জানায়। সকলেই সুষ্ঠু বিচারের আশা করছেন প্রশাসনের কাছে । এসব বিষয়ে জমসেদ আলীর বক্তব্য চাওয়া হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করে এসব মিথ্যা বলে মন্তব্য করেন।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁয়ে যুবলীগ নেতার পলিথিন কারখানা বন্ধ, মালামাল জব্দ

অঢেল সম্পদের মালিক জমশেদ আলী অভিযোগের পাহাড় তার বিরুদ্ধে

আপডেট টাইম ০২:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

স্টাফ রিপোর্টার: কে এই জমশেদ আলী। কি ভাবে এত অঢেল সম্পদের মালিক হলো। এই নিয়ে জল্পনা- কল্পনার শেষ নাই সাধারণ জনগণের মনে। জমশেদ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দূওসূও ইউনিয়নের লালাপুর গ্রামের  মৃত মোবারক আলীর ছেলে । তিনি বর্তমানে বড়বাড়ী ইউনিয়নের ফুলতলা গ্রামে বসবাস করেন। ৭১ এর যুদ্ধে আলবদর – রাজাকারদের সার্বিক সহযোগিতা হিসেবে মুক্তিযোদ্ধাদের খুন. গুম থেকে শুরু করে অনেক অপকর্মের লিপ্ত ছিলেন এই জমশেদ আলী । এখন অবৈধ ভাবে টাকার পাহাড় গড়ে তুলেছেন । সরজমিনে এলাকাবাসী সূত্রে জানা যায, তিনি ৭১ এর যুদ্ধে বালিয়াডাঙ্গী উপজেলা আলবদর- রাজাকারদের সার্বিক সহযোগি হিসেবে মুক্তিযোদ্ধাদের খুন ,গুম থেকে শুরু করে অপকর্মে জড়িয়ে ছিলেন । জমশেদ আলীর নাম এখনো রাজাকারের তালিকায় রয়েছে। মুক্তিযোদ্ধা শহীদ আসির উদ্দিন কে জবাই করে হত্যা করে লাশ গুম করে দেয় বলে জানান তারই সন্তান আমিরুল ইসলাম ( ৬০) , তিনি সাংবাদিকদেরকে আরো বলেন, তার পিতার হত্যার বিচার তিনি এখনো পর্যন্ত পাননি। এলাকাবাসী সূত্রে জানাযায়, তার ছোট ভাই ইমরান আলীর খতিয়ান নং ১৪ দাগ নং ৬৫৯১ জেল এল নং ৪২ জমি জবর দখল করে আছে জমশেদ আলী । সে শোকে ইমরান আলী মারা যায়। । সে সময় ইমরান আলী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেছিলেন তার বড় ভাই জমশেদ আলী বিরুদ্ধে । সে একজন কুখ্যাত রাজাকার তার দাপটে ইমরান আলী নিজের জমিটুকু ছেড়ে দিতে বাধ্য হয়েছে জমশেদ আলী কে। জমশেদ আলী ৭১এর যুদ্ধ শেষ হওয়ার পর বালিয়াডাঙ্গী থানার মৃত লাশ বহন করত । এই অবৈধ টাকা কোথায় থেকে এসেছে এলাকাবাসীর প্রশ্ন? তিনি এত টাকা পেলেন কোথায় ? বর্তমানে জমশেদ আলীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ । নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই বলেন,সে সময় তার ছোট ভাই ইমরান আলী জমশেদ আলীর বিরুদ্ধে দুদক , মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালযের বরাবর সহ বিভিন্ন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেছিলেন । এমনকি প্রশাসনিক ভাবে আমরা এলাকাবাসীও অভিযোগ জানায়। সকলেই সুষ্ঠু বিচারের আশা করছেন প্রশাসনের কাছে । এসব বিষয়ে জমসেদ আলীর বক্তব্য চাওয়া হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করে এসব মিথ্যা বলে মন্তব্য করেন।