ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি ঠাকুরগাওয়ে ৩ দফা দাবীতে চাকুরীচ্যুৎ ও জেলবন্দি বিডিআর পরিবারের মানববন্ধন ৪৩তম বিসিএস: সহকারী কমিশনার হলেন ২৬৭ কর্মকর্তা টিসিবির ট্রাক সেল ফের চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে: সড়ক উপদেষ্টা ‘শুল্ক ও করহার বাড়ানো অর্থনীতির জন্য আত্মঘাতী’ ফ্যাসিস্ট শক্তি জয়ী হলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো: প্রেস সচিব জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা রুখতে ঐক্য জরুরি: ফখরুল খালেদার চিকিৎসায় সুবিধা দেওয়ায় কাতার ও যুক্তরাজ্যকে ধন্যবাদ দিল বিএনপি চলচ্চিত্র তারকা প্রবীর মিত্রের শেষ বিদায়, ইসলামী রীতিতে দাফন

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেপ্তারে সার্কেল এসপি’র প্রেসব্রিফিং

  • Yeasmin Ananna
  • আপডেট টাইম ০৬:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ৮৫ বার

ইয়াসমিন রেহমান অনন্যা:: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা ভবনে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেপ্তারে সক্ষম হওয়ায় সিনিয়র সার্কেল এএসপি মনজুরুল আলম এক প্রেসব্রিাফিংয়ের আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানার সার্কেল সিনিয়র এএসপি মো: মনজুরুল আলম স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই প্রেস বিফিং করেন। এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আজম রেহমান(মানবজমিন ও কিউটিভি), পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নশরতে খোদা রানা(যায়যায়দিন), পৌর প্রেসক্লাব সভাপতি মো. মোশাররফ হোসেন(জনকন্ঠ) সহ সাংবাদিক বিষনু পদ রায়(আমাদের সময় ও এস টিভি), বুলবুল আহম্মেদ(যুগান্তর), নুরুন্নবী রানা(আজকের পত্রিকা), ফারুক হোসেন(আরৈাকিত সকাল), মাহাবুবুর রহমান বুল(সকালের সময়)ু, শেখ শমসের আলী( বিরল ও গড়ব বাংলাদেশ), থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ শেখ সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ এপ্রিল থানার হাজীপুর ইউনিযনের প্রাক্তন চেয়ারম্যান শামস রায়হান রানা চৌধুরীর আম বাগানে চানাচুর খাওয়ানোর প্রলোভনে দুর সম্কীয় নাতনী শিশু ময়না রানী(১২)কে ধর্ষন করে নানা সম্কীয় স্থানীয় পিঠা মোহাম্মদ তাহের এর ছেলে মোস্তান আলী ইসলাম(৫০)। এ ঘটনায় শিশুর পিতা সুবল চন্দ্র শীল বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্য়াতন দমন (সংশোধণী ২০০৩) আইনের ৯/১ ধারায় থানায় মামলা করেন, যার নং ২৮, তাং ২৬/৪/২৩ ইং। মামলার পর থেকে পলাতক থাকেন ধর্ষক। গত ২৮ আগষ্ট তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার আইও সাধন চন্দ্র সঙ্গীয় ফোর্স সহ পীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ধর্ষক মোস্তান কে আটক করতে সক্ষম হন। মঙ্গলবার আসামীকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরন করা হয়েছে। সিনিয়র এএসপি বলেন, শিশু ধর্ষন একটি জঘন্যতম অপরাধ। ধৃত আসামীর বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনে বদ্ধ পরিকর।

Tag :

ভিডিও

এই অথরের আরো সংবাদ দেখুন

Azam Rehman

জনপ্রিয় সংবাদ

মোবাইল ইন্টারনেট প্যাকেজ নিয়ে সুখবর দিলো বিটিআরসি

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেপ্তারে সার্কেল এসপি’র প্রেসব্রিফিং

আপডেট টাইম ০৬:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

ইয়াসমিন রেহমান অনন্যা:: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা ভবনে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেপ্তারে সক্ষম হওয়ায় সিনিয়র সার্কেল এএসপি মনজুরুল আলম এক প্রেসব্রিাফিংয়ের আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানার সার্কেল সিনিয়র এএসপি মো: মনজুরুল আলম স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই প্রেস বিফিং করেন। এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আজম রেহমান(মানবজমিন ও কিউটিভি), পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নশরতে খোদা রানা(যায়যায়দিন), পৌর প্রেসক্লাব সভাপতি মো. মোশাররফ হোসেন(জনকন্ঠ) সহ সাংবাদিক বিষনু পদ রায়(আমাদের সময় ও এস টিভি), বুলবুল আহম্মেদ(যুগান্তর), নুরুন্নবী রানা(আজকের পত্রিকা), ফারুক হোসেন(আরৈাকিত সকাল), মাহাবুবুর রহমান বুল(সকালের সময়)ু, শেখ শমসের আলী( বিরল ও গড়ব বাংলাদেশ), থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ শেখ সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ এপ্রিল থানার হাজীপুর ইউনিযনের প্রাক্তন চেয়ারম্যান শামস রায়হান রানা চৌধুরীর আম বাগানে চানাচুর খাওয়ানোর প্রলোভনে দুর সম্কীয় নাতনী শিশু ময়না রানী(১২)কে ধর্ষন করে নানা সম্কীয় স্থানীয় পিঠা মোহাম্মদ তাহের এর ছেলে মোস্তান আলী ইসলাম(৫০)। এ ঘটনায় শিশুর পিতা সুবল চন্দ্র শীল বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্য়াতন দমন (সংশোধণী ২০০৩) আইনের ৯/১ ধারায় থানায় মামলা করেন, যার নং ২৮, তাং ২৬/৪/২৩ ইং। মামলার পর থেকে পলাতক থাকেন ধর্ষক। গত ২৮ আগষ্ট তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার আইও সাধন চন্দ্র সঙ্গীয় ফোর্স সহ পীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ধর্ষক মোস্তান কে আটক করতে সক্ষম হন। মঙ্গলবার আসামীকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরন করা হয়েছে। সিনিয়র এএসপি বলেন, শিশু ধর্ষন একটি জঘন্যতম অপরাধ। ধৃত আসামীর বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনে বদ্ধ পরিকর।