ইয়াসমিন রেহমান অনন্যা:: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা ভবনে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেপ্তারে সক্ষম হওয়ায় সিনিয়র সার্কেল এএসপি মনজুরুল আলম এক প্রেসব্রিাফিংয়ের আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানার সার্কেল সিনিয়র এএসপি মো: মনজুরুল আলম স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই প্রেস বিফিং করেন। এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আজম রেহমান(মানবজমিন ও কিউটিভি), পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নশরতে খোদা রানা(যায়যায়দিন), পৌর প্রেসক্লাব সভাপতি মো. মোশাররফ হোসেন(জনকন্ঠ) সহ সাংবাদিক বিষনু পদ রায়(আমাদের সময় ও এস টিভি), বুলবুল আহম্মেদ(যুগান্তর), নুরুন্নবী রানা(আজকের পত্রিকা), ফারুক হোসেন(আরৈাকিত সকাল), মাহাবুবুর রহমান বুল(সকালের সময়)ু, শেখ শমসের আলী( বিরল ও গড়ব বাংলাদেশ), থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ শেখ সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ এপ্রিল থানার হাজীপুর ইউনিযনের প্রাক্তন চেয়ারম্যান শামস রায়হান রানা চৌধুরীর আম বাগানে চানাচুর খাওয়ানোর প্রলোভনে দুর সম্কীয় নাতনী শিশু ময়না রানী(১২)কে ধর্ষন করে নানা সম্কীয় স্থানীয় পিঠা মোহাম্মদ তাহের এর ছেলে মোস্তান আলী ইসলাম(৫০)। এ ঘটনায় শিশুর পিতা সুবল চন্দ্র শীল বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্য়াতন দমন (সংশোধণী ২০০৩) আইনের ৯/১ ধারায় থানায় মামলা করেন, যার নং ২৮, তাং ২৬/৪/২৩ ইং। মামলার পর থেকে পলাতক থাকেন ধর্ষক। গত ২৮ আগষ্ট তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার আইও সাধন চন্দ্র সঙ্গীয় ফোর্স সহ পীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ধর্ষক মোস্তান কে আটক করতে সক্ষম হন। মঙ্গলবার আসামীকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরন করা হয়েছে। সিনিয়র এএসপি বলেন, শিশু ধর্ষন একটি জঘন্যতম অপরাধ। ধৃত আসামীর বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনে বদ্ধ পরিকর।