পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌর শহরের পীরগঞ্জ সিনিয়র মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আল বান্না,যুগ্ন সম্পাদক রাসেল রানা, প্রচার সম্পাদক মাহমুদ আল মিঠু,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম সিদ্দিক,যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ইকবাল, সদস্য সচিব রুবেল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিম রেজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেজবাহুল পারভেজ সূর্য, যুগ্ন আহব্বায়ক মাসুম পারভেজ, সাবেক যুগ্ন আহব্বায়ক আরিফুর জামান কর্ণেল আতিক,পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শরিফ প্রমুখ।